এ কেমন স্বাধীনতা !

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৬ মার্চ, ২০১৪, ০২:০৪:২৬ দুপুর

হে শহিদ ভাইয়েরা , এ কেমন স্বাধীনতা দিলে উপহার ?

সতেজ রক্তের গন্ধ শুকি শ্বাস নেই যতবার ।

পরাধীনতার অগ্নি শিকলে মোরা আবদ্ধ কয়েদি

সমাধি দ্বার অবারিত করে আপন নেত্রে হেরিতে যদি -

দীঘল শ্বাসে করতে পরিতাপ ! যার লাগি দিছো প্রাণ

সেখানে আজ সহস্র অযুত গড়ছে মহা শশ্মান ।

আপন নিলয়ে আসেনা নিদ্রা প্রাণ নাশের ত্রাসে

ভেবে দেখ কোথায় আছি কেমন স্বাধীন দেশে ?

রক্ত পাথারে ভাসছি হাবুডুবু খাচ্ছি অশ্রু কল্লোলে

হতাশ গিরি কষ্ট মরু অশান্তি হেরি প্রতি শ্বসলে -

শাসক সেবক সাধারণের রক্ত পিপাষু ভাই

স্বাধীন দেশে বাক স্বাধীনের কোনই সুযোগ নাই ।

এমন লাশের স্তুপ দেখি একাত্তরকে মানায় হার

রক্ত লাশ আর অগ্নিকাণ্ড দৈনিক সমাচার ;

খিড়কি খুলে আঁখি মেললে শুধু লাল দেখা যায়

বিনার্থে জুটছে আজ রক্ত আলতা পায় ।

রাজ পথ দেখি রক্ত সাগর খর ধারা বয়ে যায়

নিরীহ আর সত্য সেনার রক্ত ঊর্মি দোল খেলায় ;

লাল শ্যামলের পতাকাটি বদলে যাচ্ছে ভাই

সবুজ বরণ দেখিনা আর লাল দেখতে পাই ।

বৈদেশী জলে করে ওরা কোমল তনুর স্নান

বৈদেশি সুগন্ধী বারি করছে সদায় পান ;

দেশ প্রেমের বেশে ওরা স্বদেশের ধন করছে চুরি

হারাম অর্থ গিলে গিলে মোটা করছে নাড়-ভুরি ।

দূর্বলকে মারছে লাথি দূষণ রক্তের উষ্ণতায়

ওদের কলিজা সোয়া সের আজ দূর্নীতির ক্ষমতায় ;

সহ্যের বাঁধ টুটেছে আজ ধৈর্য্য নাইকো আর

শক্ত হস্তে মটকাতে হবে দুঃশাসনের ঘার ।

অত্যাচারি যত সৈরশাসক দূর্নীতিবাজ নেতার

যারা মেসন তুল্য সার্থের লাগি গোশত খায় জনতার ।

নবীন বেগে নব তেজে জেগে ওঠো জনগন

অস্ত্র হস্তে দূর্নীতিকে করতেই হবে দমন ;

মোরা বাঙ্গালী নেই ডর ঢেলে দিতে কাচা রক্ত

মিথ্যা হটিয়ে বিজয় ছিনিতে সদা থাকি মোরা মত্ত ।

দেরি সহে না ভেদিয়া সমাধি ফের দিতে আয় প্রাণ

অবিরাম বাজিছে বক্ষ বীণায় খাঁটি স্বাধীনের জয়গান ;

রাজা-প্রজা আমরাই তো ভাই এ দেশ হল সবার

দেশকে মোরাই রক্ষা করব ঘুমাইওনা আর ।

বিষয়: সাহিত্য

১০৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198249
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।

**********************************

ভালো লাগলো অনেক ধন্যবাদ মাইনাস
198252
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সরি পিলাস শতবার............ অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
198267
২৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
পুস্পিতা লিখেছেন : বর্তমান বাংলাদেশকে দেখলে মনে হয় না এদেশ এখন স্বাধীন।
198295
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : স্বাধীনতা আজ স্বাধীনতা বিরোধীদের কব্জায় জিম্মি। তাদের কাছ থেকে মুক্ত করতে আরেকটি স্বাধীনতার দরকার।
198308
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
198312
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০০
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File