কোন সাধনায় ?

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১৩ মার্চ, ২০১৪, ১১:০৭:০৫ সকাল



আমি অতীতকে সঙ্গী করে বাঁচব

নির্জন নিঃশব্দে বুক ফেটে কাঁদব ;

নহে তোমাকে পাবার আকাংখায়

কি সুন্দরভাবে ভুলেছ আমায় !

এক সংগে চলেছি দীর্ঘ সময়

দুটি মন করেছি বিনিময় ;

সাধনা সংগ্রাম করেছি কত

এটা কি ভুলে যাওয়ার মতো ?

পারিনি কিছুতেই ভুলতে

তুমি কিন্তু ভুলেছ মুহুর্তে ;

ময়নার সনে দেখা হয়েছিল একদা সন্ধ্যায়

এক যুগ পরেও আমার নাম ধরে হাঁকায় ।

একদিনের পরিচয় ভুলতে পারেনি

আর তুমি না শ্রেষ্ঠ প্রাণি ?

তবুও তোমার স্মরণ শক্তি এতই কম

ভাবিতে গেলেই বন্ধ হয় মোর দম ।

তোমার আমার দুজনার ছিল একটি প্রাণ

কেমনে করিলে তুমি এতো ব্যবধান ?

বলিবে ? এত সহজে অতীত ভুলা যায়

আমি জানিব শিখিব ,সে কোন সাধনায় ?

বিষয়: সাহিত্য

৯১৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191589
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:২৭
হতভাগা লিখেছেন :
একদিনের পরিচয় ভুলতে পারেনি

আর তুমি না শ্রেষ্ঠ প্রাণি ?



এই লাইন দুটো মিলাতে পারছিনা কবি ?
191598
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৩৯
বিন হারুন লিখেছেন : তারাও ভাই ভুলতে পারে না, তবে ভুলে যাওয়ার অভিনয় করতে পারে.
খুব ভাল লাগল কবির কথাগুলো Rose
191680
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৯
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক শুকরিয়া ভাইয়া Good Luck Good Luck
191770
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫০
সজল আহমেদ লিখেছেন : ময়নাটা কে?
191947
১৩ মার্চ ২০১৪ রাত ১১:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন....ভালো লাগলো!
192024
১৪ মার্চ ২০১৪ রাত ০৪:৫৪
193650
১৭ মার্চ ২০১৪ রাত ০৮:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : গাথা শব্দের দেয়ালের উপর হেঁটে হেঁটে প্রিয়সীর ভালবাসার লোকোচুরী কবিতার ভাষায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ। ভাল লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File