এক হাজার পত্র

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৯ মার্চ, ২০১৪, ০১:৩৫:৫৩ দুপুর



তোমার দেয়া এক হাজার পত্র

এখনও সযত্নে রেখেছি ,

কভু অবকাশ পাওয়া মাত্র

একটি একটি করে পড়ছি ।

কি মনে হয় জান ? এখনি পেলাম

তোমার প্রেমের তাজা আলপনা দেখতাম ;

তুমি ভুলে গেছ দূরে আছ মনেই হতো না

হৃদয়ে রহেনা তোমায় হারানোর ভাবনা ।

অনুভবে তোমায় কাছে পাই

শব্দের সিঁড়ি বেয়ে তোমায় কাছে যাই ;

প্রতিটি বর্ণে শব্দে বাক্যে

প্রেম রসে পরিপূর্ণ থাকে ।

যতই পড়ি ততই লাগে মধু

ঐ কলমে ছিল বুঝি জাদু ;

হস্তে নয় যেন টাইপ করে লিখেছ

সম মাপে সম ফাঁকে সুন্দর সাঁজিয়েছ ।

তোমার পত্রের ভাষা কেড়ে নেয় মন

করিছ যেন চমত্‍কার কাব্য রচন ;

চিঠিতেই সুবাস পাই তোমার ভালবাসা

পড়ে পড়ে ভুলে যাই হারানোর হতাশা ।

বিষয়: সাহিত্য

৯৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189323
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫১
শিহাব আল মাহমুদ লিখেছেন : ভালো
189324
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন কবি। আপনার প্রতি আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে- সম্ভব হলে বাংলাসাহিত্যের অতি আধুনিক যুগ সম্পর্কে একটু পড়বেন। আপনার লেখা আরো শাণিত হবে আশা করি...
189326
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৪
আওণ রাহ'বার লিখেছেন : আমি কেনো এত সুন্দর কবিতি বুঝিনা ? ? ভাইয়া?? Crying Crying Time Out
189328
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
189337
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
বিন হারুন লিখেছেন : খুবই সুন্দর তাই ভাল লাগল Rose
189350
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
189661
১০ মার্চ ২০১৪ রাত ১২:৪৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনাকে ধন্যবাদ-
189867
১০ মার্চ ২০১৪ সকাল ১১:২৩
সজল আহমেদ লিখেছেন : বাহ বাহ!মধু মধু!
190272
১১ মার্চ ২০১৪ সকাল ০৬:২৮
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File