তুচ্ছ ভাবিওনা

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৩৭:০৫ দুপুর



আমি আজ তোমার কাছে পরিত্যক্ত ধুলা

কিংবা জমে থাকা বড় স্তুপের ময়লা ;

পদ দলিত করে গিয়েছ তাই

যেথায় সুখের কোন অন্ত নাই ।

ডুব দিছো শান্তি হীরক সোপানে

বেশ ! হেরিবে কোন ক্ষণে ;

সুখ এটম কণা তুষার বজ্রপাত হবে

কোটি মাইল বেগে আপাদ মস্তকে পরিবে ।

তীব্রঘাতে লুটাবে এ ময়লায়

বক্ষ ফেটে আর্তনাদ করিবে যন্ত্রণায় ;

উক্ত ধুলি ব্যাঙ ছত্র বেশে ঐ কালে

তোমার গতর উর্ব্ধে দণ্ডায়িত হলে ;

অর্ধ দণ্ড হলেও পাবে শান্তি

হৃদয়ে জাগিবে সুখের ক্লান্তি ।

প্রীতি দিওনা দুঃখ নাই তুচ্ছ ভাবিওনা মোরে

সবি সৃজন করিছে স্রষ্টা প্রয়োজনের তরে ;

তুমি ক্ষুদ্র ভাবিলেও অন্যত্রে তা মহান

তুমি করিলে হেলা অন্য দিবে অঢেল সম্মান ।

ভাল না বাস তবে ঘৃণা করিওনা

হাসাতে না পার তবে কাঁদাইওনা ।

বিষয়: সাহিত্য

৮৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184448
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমি আজ তোমার কাছে পরিত্যক্ত ধুলা
কিংবা জমে থাকা বড় স্তুপের ময়লা ;
পদ দলিত করে গিয়েছ তাই
যেথায় সুখের কোন অন্ত নাই ।

সুপার্ব সুপার্ব Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
184452
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
184542
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২১
বিন হারুন লিখেছেন : অনেক অনেক সুন্দর Thumbs Up
184563
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,কিছু একটা হয়েছে
184585
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১১
বাংলার দামাল সন্তান লিখেছেন : এই তোরা এই কবিকে ধর, ধরে নোবেল পুরুস্কার দিয়া দেয়, ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
184643
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
সজল আহমেদ লিখেছেন : কবিতাটা খুব সুন্দর।
184773
০১ মার্চ ২০১৪ রাত ১২:৫১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনার কবিতা ভালোই লাগলো-
184828
০১ মার্চ ২০১৪ রাত ০৪:০০
185327
০২ মার্চ ২০১৪ রাত ০৩:১৫
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার হয়েছে।
১০
185891
০৩ মার্চ ২০১৪ সকাল ০৮:১৮
আওণ রাহ'বার লিখেছেন : Sad Crying Sad Crying Time Out Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File