জানতে খুবই কৌতুহল , কেউ জানাবেন কি ?
লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২৭:২৯ বিকাল
আমি নিজের দুর্বলতা প্রকাশে কোন সংকোচ বা লজ্জাবোধ করিনা । পোষ্টের সাথে ছবি সংযুক্ত করতে চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হচ্ছি । কোন ভাই বা বোন সঠিক পদ্ধতিটা জানালে বেশ উপকৃত হব । প্রত্যাশা রইল আপনাদের মাধ্যমে জানতে পারব ।
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপরের ছবির ইউটিউব অপশনের বামেরটাতে ক্লিক দিয়ে ছবি যুক্ত করুন।
আপলোড অপশনে ক্লিক করলে একটা আপলোডের পেজ আসবে, এখানে আপলোড ফাইল অপশন দিয়ে আপনার ফাইলটি আপলোড হবার পর তার একটা ইমেজ রেপ্লিকা শো করবে, এই ইমেজে মাউস ক্লিক করলেই ছবিটি তখন আপনার পোস্টের সাথে এড হবে।
ছবিটার সাইজ ছোট করে চেষ্টা করতে পারেন।
১ এবং ২ নং মন্তব্য দেখুন।
সবার আগে , আপনি যে ছবি দিবেন তা যে ফাইলবদ্ধ করুন ।
তারপর মন্তব্য ঘরের উপরে Upload and add picture click করুন
এই ইমেজ আসলে লাল বক্স চিন্হিত অংশে ক্লিক করুন
এখানে আপনাকে ফাইল বেছে নিতে হবে । আপনার কাঙ্খিত ছবিটি যে ড্রাইভের যে ফাইলে আছে সেখানে গিয়ে ক্লিক করুন । সেটা ফাইল নেম এ আসলে তখন ওপেনে ক্লিক করুন।
ছবিটি দেখবেন Uploading হতে শুরু করবে । কয়েক সেকেন্ড পর ছবিটি রেডি হয়ে যাবে পোস্টে দেবার জন্য ।
এখন ছবিটির উপর ক্লিক করলে সেটা আপনার পোস্টে চলে যাবে :
তবে ছবির পরিবর্তে এসব ইংরেজী লেখা দেখে চিন্তায় পড়ে যাবেন না । এটা আপনার কাঙ্খিত ছবিরই কোড নং । প্রথম প্রথম আমিও এটা দেখে আর ছবি পোস্ট করতে চাইতাম না । মন্তব্য বা পোস্ট প্রকাশ করুন এ ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার ছবি চলে এসেছে।
আপনি যদি এর পরও চবি যুক্ত করতে না পারেন, তবে ভিজিট করুন
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1635/editorbdt/94#.UxRMcs7Z4gs
মন্তব্য করতে লগইন করুন