আনন্দময়ী ফাগুন

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৭:৪৫ সকাল

মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে

হলো ঋতু রাজের নব জাগরণ ;

ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে

চিত্তে জাগে আহ্লাদের শিহরণ ।

পাদপে জন্মায় নব পল্লব

পায় নবীন জীবন দান ;

পুলকিত হৃদয়ে তরু ডালে বসে

কোকিল গায় কুহুতান ।

আম্র বৃক্ষ মাতিয়ে ওঠে

হলদে সোনালি মুকুলে ;

তরু কন্যারা সাঁজিয়ে থাকে

কর্ণে স্বর্নের দুলে ।

অযুত কুসুম ফোটে ফাগুনে

রক্তিম শিমুল কৃষ্ণচূড়া ;

কবি সাহিত্যিক রচনার মোহে

হয়ে ওঠে পাগলপারা ।

পুষ্প কানন করে পূর্ণতা লাভ

রঙ বেরঙ্গের ফুলে ;

প্রিয়ার সনে হারাতে সাধ জাগে

সেথায় দুলে দুলে ।

এমন সাঁজানো গোছানো দেশ

ধরাতে কোথাও নাই ;

সকল গুনে গুনান্বিত

কোন অভাব হেরিবেনা ভাই ।

শত বর্ণের রামধনুতে সাঁজানো

মোদের সোনার বাংলা ;

কবিরা কাব্যিক ভাষায় কহে

এদেশ সুজলা-সুফলা ।

আমি বলি স্বদেশ আমার

শুধু নয়তো সোনার ,

মানিক রতন মণি মুক্তার

যেন এক হিরক পাহাড় ।

গগনের ন্যায় প্রকৃতি বদলায় ক্ষণে ক্ষণে

চিত্রকর যেন সাঁজিয়েছে আপন চিত্রাংকনে ।

নহে উষ্ণ , নয় শীতল , এ সুখময় ফাগুন

তুমি চলে গেলে , হিয়াতে জ্বলবে আগুন ।

তোমাকে বেসেছি ভাল দিয়েছি মন

প্রেম বন্ধনে রাখো মোরে সারাক্ষণ ;

তুমি বড় পাষাণী

শুনলে না এ বাণী ।

তবুও যাও চলে কিছু দিনের তরে

কষ্টের পাবক জ্বালিয়ে মোর চিত্ত গভীরে ;

তবে কেন এসেছিলে ?

দিতে কাটা গায়ে নুন

কেনই বা যাও চলে ?

হে আনন্দময়ী ফাগুন ।

বিষয়: সাহিত্য

১০৮৪ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176314
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
177023
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
177276
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৫
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
178583
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
178869
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
181398
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো
181669
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৬
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : জেনে খুশি হলাম
181713
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
বিন হারুন লিখেছেন : অনেক অনেক সুন্দর Rose Rose
181746
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
১০
181750
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো
১১
181821
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৯
মোবারক লিখেছেন : ভালো লাগলো
১২
181962
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৪
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল ভাইয়া।
১৩
181967
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১১
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো
১৪
181971
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
১৫
182004
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
১৬
182040
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
আওণ রাহ'বার লিখেছেন : অনেক সুন্দর আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহু খাইরান।
ভাইয়া পাবক অর্থ কি?
১৭
182205
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : ভাইয়া পাবক অর্থ অনল
১৮
182293
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯
183042
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো
২০
184169
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৮
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : জেনে খুশি হলাম ।
২১
184437
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File