" কিছু গুরুত্বপূর্ণ বাণী " পর্বঃ ১

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১৭ জুলাই, ২০১৩, ০২:৫২:১৫ রাত

* লোভ,পাওয়ার আকাংখা ও বিলাসিতা মানব জীবনে অন্তীম *

* অন্যের ক্ষতি অপেক্ষা নিরউপকারীতা উত্তম আদর্শের বৈশিষ্ট্য *

* অতিরিক্ত কথা বলা অপেক্ষা ভয়ংকর অরণ্যে একাকি বাস করা অধিক নিরাপদ *

* সকল প্রেমে হিংসা ও ঘৃণার সৃষ্টি হয় *

* স্রষ্টার প্রেমই সাফল্যের একমাত্র চাবিকাঠি *

* মানুষের শ্রেষ্ঠ খুশি ও আনন্দ তার সাফল্যে *

* প্রতিটি কর্ম মানুষকে সাফল্যের সিঁড়িতে উঠায়,সাফল্যের ভাল মন্দ কর্মের উপর নির্ভরশীল *

* আপনার সম্বলের প্রতি গভীর দৃষ্টিপাত করলে সুখ উপলব্ধি হয় *

- শাহ্ আলম শেখ শান্ত

বিষয়: সাহিত্য

১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File