" ইঁদুর " একটি কবিতা

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০২ জুলাই, ২০১৩, ০৭:৩২:০২ সন্ধ্যা

ইঁদুর থাকে সবখানে মাটির নিচে উপরে ।

শক্তি সাহস দিয়ে তাকে ঠেকাতে বলো কে পারে ?

ইঁদুর একটি দুটি তিনটি করে ।

মুখোসধারী মোড়ল সেজে , লুকিয়ে থাকে চুপ করে ।

মাটির নিচে চোরের মত চুপিচুপি ধান কাঁটে ।

ধরতে গেলে ফাঁকি দিয়ে যাচ্ছে ঠিকই পাশ কেটে ।

অফিস ও মন্ত্রীসভার ফাইল কাটে সংসদে ।

গায়ের জোরে দৌড়ে পালায় চার পদে ।

তাই শুধু নয় দখল করে ঘর-বাড়ি ।

দিন দুপুরে বই কাটে সুযোগ পেলে গোফ দাড়ি ।

বিদ্যুতের তার কাটে মাথার চুল ও ক্যাপ ।

সব কাটা শেষে ইঁদুর কাটবে দেশের ম্যাপ ।

ইঁদুরগুলো মারতে হবে চলরে সবাই চল ।

বাজার থেকে আনবো কিনে ইঁদুর মারা কল ।

বিষয়: সাহিত্য

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File