" অভিনেতা "

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১১ জুন, ২০১৩, ০৯:৫৪:৩৬ রাত

আমি তো সুখি নই কেমনে কহিব বুঝিয়ে । সকল যন্ত্রণা ঢেকেছি মিষ্টি হাসি দিয়ে । কেহ্ তা জানেনা , শুধু জানে বিধাতা । কেহ্ তো দেখেনা , দেখে নিশির নিরবতা । আমরা দেখি সমুদ্র মনের উল্লাসে নিত্য করে । তাই তরঙ্গ রুপে হেলিয়ে দুলিয়ে আসে তীরে । তা দেখিবার লাগি ছুটে যাই সঙ্গে লইয়া প্রিয়জন । কল্লোল তার কষ্ট কম্পনের দীর্ঘ শ্বাস , দেখেছ কি কোন জন ? আমি সেই বেদন পূর্ণ সাগর । শরীর মর্তের চিত্ত পাথর । সুখের লেশ তো আমাতে নেই , হিয়াতে স্বপ্ত অভ্র সম ব্যথা । বুঝিতে দেইনি অন্যকেই , আমি এক মিথ্যুক অভিনেতা । সকলি আপনার কষ্ট করে ব্যক্ত , প্রত্যক্ষ বা পরোক্ষ পন্থায় । আমিও করি ব্যক্ত হৃদয়ের বেদন সিক্ত , একাকি নিঝুম নিরালায় । হাবিয়া দোযগের অনলে পুড়ে , হয়েছি এক ভিন্ন কয়লা । শোভন পরিচ্ছদে আবৃত রাখি , অসহ্যনীয় অসীম জ্বালা । আমার বেদনে কেহ্ ব্যথিত হোক , আমি কভু নাহি চাই । বক্ষে বাঁধিয়া শত শোক , পরকে হাসাতে মজা পাই । হয়ে বড় দুঃখি , করি সুখি জনের অভিনয় । সকলি হয় খুশি , জানে নাকো আসল পরিচয় । তবু আমাতে দেখে সততা । সুখি আমি নইকো ,আমি খাঁটি মিথ্যুক অভিনেতা । আমি বাদল পূর্ণ নীরদ আষাঢ়ের , অবিরাম ঝড়ে আঁখি । বক্ষে আমার খরা চৈত্রের , এক তৃষ্ণার্ত পাখি । ক্ষত - বিক্ষত এ রম্য গাত্র , মানবের অজান্তে অগোচরে । আমি শুষ্ক পর্ণী নেই পত্র , গহীন কুঞ্জের অভ্যন্তরে । কেহ তো সঙ্গী হতে এলো না তুমি এলে কেন ? এ বক্ষে কষ্টের পদ্মা মেঘনা যমুনা , তুমি কি তা জান ? চলে যখন এসেছ ,থাকিতে করবো না বারণ । কেউকে কষ্ট দেয়ার আগে , আমার যেন হয় মরণ । চির দুঃখি দর্শন স্বাধ থাকলে অন্তরে । আমাকে দেখ নেত্র মেলে এক নজরে । মহা সুখিতেও আমি কমতি নই । দেখিলে তাহা ভাবিবে নিশ্চই । আমি কভু নই শান্তির সবিতা । আমি এক মিথ্যুক অভিনেতা । ( আমার জন্য দোয়া করবেন ,আমার সত্যের কলম যেন অটুট থাকে )

বিষয়: সাহিত্য

১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File