" নির্মম সত্য " একটি ভিন্ন ধর্মী কবিতা

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১০ জুন, ২০১৩, ০৬:৩৩:৫৬ সন্ধ্যা

ওগো প্রিয়তমা, এসো,এসো । আমার পাশে বসো । তোমাকে একটি বাণী শোনাব । সংশয়হীন যা চিরন্তন সত্যি । হাত দাও , দাও বলছি । এটাতো আমার কন্ঠনালী । এখানে নয় একটু নিচে দাও । না,না,এখানে নয় । এটাতো আমার বক্ষ । এখানে বাস করে স্বপ্ত নরকের কষ্ট । অবিরাম প্রজ্জ্বলিত অগ্নি । এরই মধ্যিখানে পরমাণুর ন্যায় , একটি শুকতারা মিটি করে । সে অবিভাজিত তারকার নাম কি ? জান ? জাননা , তুমি জাননা । আমি নিশ্চই জানি । আমার এ মন জানে । সে তারার ....সে তারার নাম তুমি , তুমি । একটু বামে হাত দাও । হ্যাঁ ,হ্যাঁ , এটাই । তুমি ঠিক জায়গাতেই হাত দিয়েছ । একটু চাপ দাও । তোমার হাত স্পন্দন অনুভব করবে,নিশ্চই । এটাই , এটাই আমার মূল্যবান সম্পদ । এটাই আমার আত্মা । অবিরাম স্পন্দিত হয় , বুঝেছ ? যখন এ কম্পন থেমে যাবে । বুঝে নিও , বুঝে নিও । আমি আর তোমার নই । তোমার চোখে জল কেন ? কেঁদনা , কোন লাভ নেই । আমাকে ধরে রাখতে পারবেনা , পারবেনা । এটাই নির্মম সত্য , কেহ্ চিরদিন বাঁচবেনা । অনুরোধ জোড় হস্তে , তুমি এক ফোটাও অশ্রু ফেলনা । যদি কাঁন্না কর ,তবে বুঝবো , তুমি আমাকে ভালবাসনি । চির বিদায় তো শুভ বার্তা , বড় মঙ্গল । পার্থিব পাপ থেকে পুরো মুক্তি । তুমি কি আমায় মন্দ থেকে ,মুক্তি দিতে চাওনা ? মাকেও নিষেধ করবে অশ্রু ঝড়াতে । জানি তোমার বারণ নিষ্ফল হবে । মা তো কাঁদবে , বুক ফেটে , জমিনে লুটিয়ে । সন্তান যে তার কষ্টের ফসল , নাড়ি ছেড়া ধন । তবুও বুঝিয়ে বলবে , কি পারবেনা ? তুমি নিশ্চই বলবে , আমি তো পাপের বিরুদ্ধে লড়ি । সদা নিয়োজিত পর কল্যাণে । সত্য বলেছ তুমি । এটাও ঠিক - ভাল সময় চলে যায় , আসে মন্দ সময় । সুখের পানে ছুটে , মানুষ দুঃখি হয় । ( আমার পূর্বের নামঃ শেখ শান্ত হিমি । এই নামে আমার ৩ টি উপন্যাস প্রকাশ হয়েছে )

বিষয়: সাহিত্য

১৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File