বাংলা সাহিত্যে কিছু আলোচিত উদ্ধৃতি
লিখেছেন লিখেছেন আবু জান্দাল ২৩ মে, ২০১৪, ১০:৩২:০৩ সকাল
বাংলা সাহিত্যে কিছু আলোচিত উদ্ধৃতি
1।বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত
হইবার পর, আগে নয়।------আবুল মনসুর আহমদি
2।হাজার বছর ধরে আমি পথি
হাঁটিতেছি পৃথিবীর পথে, – জীবনান্দ দাশি
3।‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”
----- সৈয়দ এমদাদ আলী।
4।‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের
রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ
জাগে।”-------- জসীম উদ্দিন।
5। ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা,
আমি বাঁধি তার ঘর, আপন
করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর।”------ জসীম উদ্দিন।
6।‘‘যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার
মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক,”-----
সুকান্ত ভট্টাচার্য।
7। ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী,
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’------
রবীন্দ্রনাথ ঠাকুর।
8। ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন
বুঝিতে পারে?”
-- কৃষ্ণচন্দ্র মজুমদার।
9।"এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ
দিনে বন্ধু, তুমি যেন যেওনা"
.........কাজী নজরুল ইসলাম
10। ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর
আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান
কারো ধ্যান ভাঙিব না।’--- কাজী নজরুল
ইসলাম
11। "প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"-----
রবীন্দ্রনাথ ঠাকুর
12। ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ
উঠেছে ঐ’
------ যতীন্দ্রমোহন বাগচী
13। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার
চাঁদ যেন ঝলসানো রুটি’
---- সুকান্ত ভট্টাচার্য।
14। “রানার ছুটেছে তাই ঝুমঝুম
ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের
বোঝা হাতে”- সুকান্ত ভট্টাচার্য।”-------
সুকান্ত ভট্টাচার্য।
15।
‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত
কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” ------ রজনীকান্ত
সেন
16। ‘‘সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু
বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়”-
রবীন্দ্রনাথ ঠাকুর।
17। ‘‘মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন
হয়েছেন প্রাতঃস্মরনীয়।”------হেমচন্দ্র
বন্দ্যোপাধ্যায়
18। ‘‘হাজার বছর ধরে আমি পথ
হাঁটিতেছে পৃথিবীর পথে সিংহল সমুদ্র
থেকে নিশীদের অন্ধকারে মালয় সাগরে”-----
জীবনানন্দ দাশ।
19। ‘‘সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ
জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার”----
জীবনানন্দ দাশ।
20। ‘‘আমি যদি হতাম বনহংস
বনহংসী হতে যদি তুমি”
------ জীবনানন্দ দাশ।
21।‘শোনা গেল লাশ
কাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল
রাতে ফাণ্ডুন রাতের চাঁদ মরিবার হলো তার
সাধ”----- জীবনানন্দ দাশ।
22। ‘‘সুরঞ্জনা,
ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই
যুবকের সাথে,”----- জীবনানন্দ দাশ।
23। ‘‘হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ
রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,”-----
সুকান্ত ভট্টাচার্য।
24। ‘হে মহা জীবন, আর এ কাব্য নয়, এবার
কঠিন, কঠোর গদ্য আনো’ -----সুকান্ত
ভট্টাচার্য।
25। ‘‘আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ,
বসি আমার কবিতাটিখানি কৌতূহল ভরে,”------
রবীন্দ্রনাথ ঠাকুর।
25। ‘‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ
তুমি করেছিলে আমাদের শত অনুরাগে’ – ----
কাজী নজরুল ইসলাম
26। ‘মহা নগরীতে এল বিবর্ন দিন, তারপর
আলকাতরার মত রাত্রী’
----- সমর সেন।
27। ‘‘আমি কিংবদন্তীর কথা বলছি,
আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি” ----আবু
জাফর ওবায়দুল্লাহ।
28। ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী,
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’------
রবীন্দ্রনাথ ঠাকুর।
29।. ‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ন
থেকে নেমে, সোনালী পিচ্ছিল পেট
আমাকে উগড়ে দিলো যেন’------ শহীদ কাদরী।
30। ‘‘জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু
থেকে নেমেই জেনেছি আমি”------- দাউদ
হায়দার।
31। ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা,
আমি বাঁধি তার ঘর, আপন
করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর।”------ জসীম উদ্দিন।
32।‘‘যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার
মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র
এক,”------- সুকান্ত ভট্টাচার্য।
33।এ জগতে , হায় , সেই বেশি চায় আছে যার
ভূরি ভূরি —
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ।
–(দুই বিঘা )রবীন্দ্রনাথ ঠাকুর
34। ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের
রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ
জাগে।”-------- জসীম উদ্দিন।
35। ‘তাল সোনাপুরের তালেব মাস্টার আমি,
আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবসযামী’
-------আশরাফ ছিদ্দিকী।
36।
‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”
----- সৈয়দ এমদাদ আলী।
37।“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ –
রবীন্দ্রনাথ ঠাকুর
38।“এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন?”–
নির্মলেন্দু গুণ
39। হাজার বছর ধরে আমি পথ
হাঁটিতেছি পৃথিবীর পথে,
– জীবনান্দ দাশ
40। "ঝিনুক নীরবে সহো,/ঝিনুক নীরবে সহো,/ঝিনুক
নীরবে সহে যাও,
ভিতরে বিষের থলি/ মুখ বুঝে মুক্তা ফলাও।" ----
আবুল হাসান
41।"এইখানে সরোজিনী শুয়ে আছে,
জানিনা সে এইখানে শুয়ে আছে কিনা"-
জীবনানন্দ দাস
42। অপদার্থ মানুষকে অনুকরণ করে নিজের
মনুষ্যত্বকে হীন কর না, শুধু অর্থ ও সম্পদের
সামনে তোমার মাথা যেন নত না হয়।
(ফেসবুক থেকে নেয়া)
বিষয়: বিবিধ
১৯৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল্লাগছে ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন