আমরা কি করবো আর কি করছি ???
লিখেছেন লিখেছেন মোগলে আজম ০৬ ডিসেম্বর, ২০১৩, ০২:১৬:২১ দুপুর
নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে সমস্ত পৃথিবী শোক
জানাবে। তাকে নিয়ে অনেক সেমিনার হবে।
নেতারা জ্বালাময়ী বক্তব্য দেবে। আরো অনেক
কিছুই হবে......................... কেনো জানেন? কারন তিনি মুসলমান নন।
যদি মুসলমান হতো, তবে বিশ্বনেতারা আনন্দ
প্রকাশ করতো এই বলে যে, একজন মুসলমান
বিদায় হয়েছে। এই ভারতবর্ষ কোনোদিন
ইংরেজদদের হাত থেকে মুক্ত হতো না,
যদি না আমাদের পূর্বপুরুষ হযরত শাহ ওয়ালী উল্লাহ মোহাদ্দেস দেহলভী (রহ)
দারুল হরব ফতোয়া ঘোষনা না করতেন।
তিনি ছিলেন ভারতবর্ষের সত্যিকারের পিতা,
যাকে গান্ধী জী ও নেতা মানতেন। এই মহান
মানুষটির জন্যই আমাদের এই উপমহাদেশ
ইংরেজমুক্ত হয়েছিলো। ৯০ হাজার আলেমকে পুড়িয়ে মারা হয়েছিলো। বহু
আলেমকে গাছের সাথে পেড়েক মেরে শহীদ
করা হয়েছিলো। কিন্ত এতকিছু করার পরও আজ
গান্ধী জীই ভারতের পিতা। কারন একটিই
তিনি মুসলমান নন। আমাদের দুর্ভাগ্য, আমরা সঠিক ইতিহাস
পড়ি না। লর্ড ক্লাইভের ইতিহাস আমাদের
ভালো লাগে কিন্ত গোলাম মর্তুজার ইতিহাস
ভালো লাগে না। যে জাতি তার পূর্বপুরুষদের
ভুলে যায়, সে জাতি কখনোই
উন্নতি করতে পারে না। আসলে এটি আমাদের অবনতির অন্যতম প্রধান কারন
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন