মন্ত্রীদের বচন না পাগলের প্রলাপ !!!
লিখেছেন লিখেছেন মোগলে আজম ২০ জুন, ২০১৩, ০৩:৩৬:০৬ দুপুর
১।"আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন" - শেখ হাসিনা
২।"আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে?” - শেখ হাসিনা
৩।"শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি..।-আবুল মাল আব্দুল মুহিত
৪।"আপনারা কম খান কোন সমস্যা থাকবেনা” -ফারুক খান।
৫।"একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে”-আবুল মাল আব্দুল মুহিত।
৬."সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই'' - আবুল হোসেন
৭.“জিয়া মুক্তিযুদ্ধ করলেও মন থেকে করেন নি”- মতিয়া চৌধুরি
৮."পেঁয়াজ না খেলে কি হয়?” -ফারুক খান
৯."আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার খুজতে হয়না, সার ই কৃষক কে খুজে" -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
১০."আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়..."-শেখ হাসিনা।
১১."বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন"-স্বরাষ্ট্র পতিমন্ত্রী টুকু।
১২."শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনোদিনও"-পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি।
১৩."আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা কথা বলেননি"- জিল্লুর রহমান।
১৪."সারাদিন মেকাপ নিয়ে ব্যস্ত থাকলে দিন বদল দেখবে কেমনে?"- মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে
১৫."দেশের পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো”- সাহারা খাতুন।
১৬."বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্দ করা উচিত"- আবুল মাল আব্দুল মুহিত।
১৭. সপ্তাহে একদিন কম বাজারে যাবেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
১৮. সব রাবিশ...............আবুল মাল
১৯.জিনিস পত্রের দাম বাড়লে ও সমস্যা নেই, মানুষের ক্রয় খমতা বেড়েছে----- আবুল মাল
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন