গ্রিনিচ নয় এবার মক্কামান সময় শুরু হচ্ছে । আলহামদুলিল্লাহ্
লিখেছেন লিখেছেন মোগলে আজম ১০ জুন, ২০১৩, ০১:১৪:৩১ রাত
এবারের মাহে রমজান পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কারণ বিশ্ব ইতিহাসের অংশ হতে চলেছে এবারের রমজান। বিশ্ব মুসলিম সম্প্রদায় হয়তো এটাই মনে মনে চেয়েছিল- একদিন তাদেরও নিজস্ব মানদণ্ড হবে সময়ের। সর্বজনীন বা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে আমরা ধরে নেই গ্রিনিচমান সময় (গ্রিনিচ মিন টাইম) বা 'জিএমটি'কে। কিন্তু এবারের রমজান ১২৬ বছরের পুরনো এই আন্তর্জাতিক সময়ের মানদণ্ডকে ভেঙে ফেলতে যাচ্ছে।
http://www.bdtomorrow.net/blog/blogpost/newpostentry/6401/saimon#inline1
অবাক হওয়ারই কথা। তবে এ ক্ষেত্রে রমজানের ভূমিকা মুখ্য নয়। রমজান অত্যন্ত বরকতময় মাস বলেই তাকে বেছে নেওয়া হয়েছে এমন একটি ঐতিহাসিক কাজের জন্য। কাজটা হচ্ছে- ইসলামের পবিত্র নগরী মক্কাকে যেহেতু গোটা মুসলিম জাহান পাঁচ ওয়াক্ত নামাজের 'কেবলা' হিসেবে বরণ করে নিয়েছে, সেই মক্কাই হোক মুসলমানদের সময়েরও মানদণ্ড। তাই সৌদি আরব সরকার চাচ্ছে পবিত্র মক্কাকে গ্রিনিচমান টাইমের বিকল্প স্ট্যান্ডার্ড টাইমের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে। আর সে লক্ষ্যেই পৃথিবীর বৃহত্তম ঘড়িটি বসানো হয়েছে এই মক্কায়। ১৯৮৩ ফুট উঁচুতে এক গগণচুম্বী অট্টালিকায় এবং ঘড়িটি চালু করা হলো মাহে রমজানের শুরুতে। টিক...
বিষয়: বিবিধ
১৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন