টুডে ব্লগের মডারেটরদের জানাই আন্তরিক ধন্যবাদ ।আজই টুডে ব্লগে লেখার অনুমতি পেলাম ।
লিখেছেন লিখেছেন খেয়া ঘাট ফরিদপুর ১০ জুন, ২০১৩, ০১:৪৩:২৪ দুপুর
আস-সালামুআলাইকু ওয়া রাহমাতুল্লাহ, ওয়া বারাকাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ, আজই প্রথম টুডে ব্লগে লেখার অনুমতি পেলাম ... সোনার বাংলা ব্লগ বন্ধ করে দেবার পর অনেকটা দিশেহারা হয়ে গিয়েছিলাম । অনেক দিন ধরে একটা ব্লগ খুজতে ছিলাম যেখান স্বাধীন ভাবে কিছু লিখতে পারব । টুডে ব্লগ খুঁজ পেলাম এবং ব্লগে পুরানা নামে আইডি খুললাম । টুডে ব্লগে এসে দেখি আমার সেই পুরানা ব্লগার ভাই রা সব ব্লগে আছে । এতে আমার এত আন্দন লাগলো যাহা আপনাদের কে লেখে বুঝাইতে পারিব না । টুডে ব্লগে আইডি খুলার পর বিধি বাম মডুরা আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দিয়েছে চার দিন পর । এই চার দিন যে আমার কি ভাবে কেটেছে তাহা আপনাদের কে বুঝাইতে পারব না ।
তার পর ও টুডে ব্লগের মডারেটরদের জানাই আন্তরিক ধন্যবাদ আমাকে ব্লগিং এর সুযোগ করে দেবার জন্য............
আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা...
আমার কম্পিউটারে ছবি আপডেড হয় না । যার কারনে আপনাদের কে মিষ্টি খাওয়াইতে পারলাম না ।
বিষয়: বিবিধ
১৭২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন