রাখে আল্লাহ মারে কে ।আবর্জনা থেকে মানব শিশু উদ্ধার করল কুকুর
লিখেছেন লিখেছেন খেয়া ঘাট ফরিদপুর ০৯ জুন, ২০১৩, ০২:০৭:৩৬ দুপুর
মানবজমিন ডেস্ক: আবর্জনার স্তূপে পরিত্যক্ত অবস্থা থেকে একটি মানব শিশুকে উদ্ধার করে বীরের আসনে উপনীত হয়েছে একটি কুকুর। থাইল্যান্ডের পুই নামের কুকুরটি ব্যাংককের রাস্তার পাশে আবর্জনার ভেতরে একটি প্লাস্টিক ব্যাগে একটি কন্যা শিশুকে আবিষ্কার করে। এরপর সে ব্যাগটি মুখে করে নিয়ে মালিকের বাড়িতে গিয়ে তার মনোযোগ আকর্ষণ করতে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। তখন মালিকের ১২ বছর বয়সী ভাইয়ের মেয়ে কুকুরের মুখ থেকে ব্যাগটি নিয়ে সেটি খুলে ভেতরে ছোট্ট শিশুটিকে আবিষ্কার করে। এর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুটির ওজন মাত্র চার পাউন্ড। কর্তৃপক্ষ এখন শিশুটির বাবা-মায়ের সন্ধানে অনুসন্ধান চালাচ্ছেন। এখন শিশুটি হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটির অবস্থা এখন বেশ ভাল বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই শিশুটিকে দত্তক নিতে পাঁচটি পরিবারের পক্ষ থেকে আগহ প্রকাশ করা হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পুই সারা এলাকায় পর্যবেক্ষকের মতো ঘুরে বেড়ায়। কুকুরটিকে এমন মহৎ কাজের জন্য থারুয়া ডিস্ট্রিক্ট রেডক্রসের পক্ষ থেকে একটি মেডাল এবং চামড়ার কলার উপহার দেয়া হয়েছে। আর তার মালিককে ২০০ পাউন্ডের সমপরিমাণ নগদ অর্থ উপহার হিসেবে দেয়া হয়েছে।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন