সূর্যের শেষ পরিণতি
লিখেছেন লিখেছেন যুবক ছেলে ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০৭:২৪ রাত
সূর্য একটি তারকা বা নক্ষত্র। অন্যান্য তারকার তুলনায় এর ভর অল্প। আমাদের সৗরজগতের কেন্দ্র বিন্দুতে আছে সূর্য। আমরা যে পৃথিবী নামক গ্রহে বাস করি তা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্যের আয়ুস্কাল ১০০০০০০০০০০ বছরের মত। এটি বর্তমানে এর জীবদ্দশার মধ্যকাল অতিক্রম করছে। সূর্যের মধ্যে সংঘটিত পারমানবিক বিক্রিয়ার ফলে তাপ, আলো ইত্যাদি শক্তি বিকীর্ণ হচ্ছে। অন্যান্য তারকার ন্যয় এরও একদিন মৃত্যূ হবে। জ্বালনী ফুরিয়ে গেলে, অন্তিম কালে এটি সম্ভবত পর্যায়ক্রমে রক্তিম দৈত্য, শ্বেত বামন এবং পরিশেষে কৃষ্ণ বামন হবে। এটি যখন রক্তি দৈত্যে পরিণত হবে তখন পৃথিবী সহ নিকটস্থ গ্রহ গ্রাস করবে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাবে। আর সেই সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বায়ুমন্ডল, পানি, প্রাণিকুল, বৃক্ষরাজি ইত্যাদি।
বিষয়: বিবিধ
১৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন