-রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গার্মেন্টসকর্মী রেশমা ওরফে জয়া ওরফে ফাতেমা উদ্ধার যে....।
লিখেছেন লিখেছেন দুর্নিতির বিরুদ্ধে জীবন গড়া কি কি ২৩ জুন, ২০১৩, ০৫:২৪:২৪ বিকাল
ঢাকা : রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গার্মেন্টসকর্মী রেশমা ওরফে জয়া ওরফে ফাতেমা উদ্ধার যে মূলত একটি নাটক তা তুলে ধরেছে বন্ধ হয়ে যাওয়া বাংলা দৈনিক আমার দেশ। রোববার পত্রিকাটির অনলাইন সংস্করণে এ কেলেঙ্কারির তথ্য ফাঁস করে দেওয়া হয়।
সেনাবাহিনীর নেতৃত্বাধীন উদ্ধারকারীরা সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ ১৭ দিন পর তাকে উদ্ধারের দাবি করলেও আমার দেশের কাছে ঘটনা ফাঁস করে দিয়েছে রেশমার মা জোবেদা, বোন আসমা, তার গ্রামের বাড়ির প্রতিবেশী, সাভারে ভাড়াটিয়া বাসার মালিক দম্পতি, সেখানকার প্রতিবেশী, রেশমার ঘনিষ্ঠ বান্ধবী রুমা, নিউওয়েভ স্টাইল গার্মেন্টসের তৃতীয় ফ্লোরের লাইনম্যান এনামুল, ভবনের পাশের ক্যান্টিন মালিক আলম, রানা প্লাজার কয়েকজন দারোয়ান, নিউওয়েভ স্টাইলের তিনতলা ও ৭ তলার শ্রমিক রাজা, ময়না, জসিমসহ বেশ কয়েকজন শ্রমিক, উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বহু লোক এবং রানা প্লাজার পাশের মজিদপুরের বহু বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
http://amarjibonbd.blogspot.com/
http://www.primekhobor.com/details.php?id=28358
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন