- কবিতা - কবি-এম.ইয়াছিন. ওরা ধরছে কেন ?……..
লিখেছেন লিখেছেন দুর্নিতির বিরুদ্ধে জীবন গড়া কি ০৪ জুন, ২০১৩, ১১:৩২:২৯ সকাল
ওরা ধরছে কেন ?…….. কবি-এম.ইয়াছিন.
ওরা ধরছে কেন ? লাল সবুজের পতাকা আমার ,
ওরা ঐ গাড়িতে ব্যবহার করে কেন ?
লাল সবুজের পতাকা আবার ।
ওরা বাংলার বুকে থাকে কেন ?
লাল সবুজের পতাকায় বাঁচার ।
ওরা ওদের দল নিয়ে যাওয়া আসা করে যখন ,
আমি বুঝের বাচ্ছা ছিলাম তখন ।
আমার এই বাংলার কত মা বোন
দের কে করিচে ধর্ষণ । ।
ওরা থাকে দেখি উচ্ছ কোন কোন শহরে ,
ওরা বলতে দেখ আঁখি দেশের
জন্য যেমন করে বুক ভাশায়
মনে জাগে এখন যাবে মরে ।
আমার পিতার উপর নির্যাতন ভুলিবো কেমন ।
ওরা ওদের দল নিয়ে যাওয়া আসা করে যখন ,
আমি বুঝের বাচ্ছা ছিলাম তখন ।
আমার এই বাংলার কত মা বোন
দের কে করিচে ধর্ষণ । ।
আজ মৃতির কাছাকাছি হয়েছে আমার বয়স ,
সুগ্রীব থেকে আসা মুজিব ও জিয়া সহ
অনেক হত্যা বিচার সু’প্রণয়ে হয়না কেন পাশ ।
সেই দেশদ্রহীরা ত্রিশ ও অধিক লক্ষ শহীদের
কাঁপনের তলে নিচ্ছে আবার নিঃশ্বাস ।
ওরা ওদের দল নিয়ে যাওয়া আসা করে যখন ,
আমি বুঝের বাচ্ছা ছিলাম তখন ।
আমার এই বাংলার কত মা বোন
দের কে করিচে ধর্ষণ । ।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন