কবি এম ইয়াছিন । -কবিতা-

লিখেছেন লিখেছেন দুর্নিতির বিরুদ্ধে জীবন গড়া কি ০৩ জুন, ২০১৩, ০৪:৫২:৫৬ বিকাল



আল্লাহ্ পাকে দেশ......| কবি - এম , ইয়াছিন ।

আল্লাহ্ পাকে দেশ প্রেমিক শক্তির মানুষ করে যারে দিল মোদের তরে ,

তাঁর হুংকারেতে হায়নার দল গিয়াছে সরে ।

পেলাম আমরা একটি দেশ ,

তাঁর নাম বাংলাদেশ ।

কষ্ট বুকে অনেক জমা মোদের তুমি ছলে গেলে দূরে ,,,

ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ।

তোমায় দেখার জন্য হ্নদয় সবার জ্বলবে চিরকাল ,

তোমায় না পেয়ে গুন গুনিয়ে তোমার নামে সূর তুলে

স্মৃতি দেখে চোখে হয়রে লোনাজল , হয়রে লোনাজল ।

ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ।

তোমার ডাকে সবাই শিক্ত হয়ে আনলো দেশে স্বাধীন ,

দেশ টা আজ জর্জরিত তুমি পিতা হিন , তুমি পিতা হিন ।

ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ।

উৎসর্গ - দেশ ও বিশ্ব নেতা মরহুম প্রেসিডেন্ট শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

-কবিতা-

তুমি জিয়া । কবি - এম . ইয়াছিন .

তুমি জিয়া , বাংলার গগন থেকে মৃত্তিকায় আছ জুড়িয়া ।

জিয়া তুমি আলেয়া , রয়েছো আজ ও কোটি কোটি জনতার বুকে জমিয়া ।

তুমি সুজন জিয়া , থাকবে তুমি বাংলার মহীতে অনন্ত কাল রত্ন হইয়া । ।

বলাহক বলছে নিরবে তুমি কত গুনের প্রণয় কারী ,

পদ্মা মেঘনা যমুনা ও বলছে উকিতে তুমি জিয়া অনেক সাকিন সারি সূরি ।

তুমি সুজন জিয়া , থাকবে তুমি বাংলার মহীতে অনন্ত কাল রত্ন হইয়া । ।

বাংলার মধু মাখা হাওয়া থেকে পাই জিয়া তোমার সু-ঘ্রাণ ,

বাংলার খাল খনন সহ বহু কিছু ও কল খারখানা জিয়া তোমার অবদান ।

তুমি সুজন জিয়া , থাকবে তুমি বাংলার মহীতে অনন্ত কাল রত্ন হইয়া । ।

উৎসর্গ - দেশ নেতা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File