এসএটিভিতে রনি : ফেসবুকে ইশতিয়াক রেজার স্ট্যাটাস নিয়ে সাইবারযুদ্ধ !
লিখেছেন লিখেছেন প্রেস২৪ ২৩ জুলাই, ২০১৩, ১২:৩৮:৫৭ দুপুর
ফেসবুকে একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার স্ট্যাটাস হলো : SATV betrayed… invited terrorist Rony to studio… my call to all senior journalists.. boycott this channel.. this channel is against the community…। এরপরই মূলত শুরু হয়ে সাইবার যুদ্ধ। মন্তব্য-পাল্টা মন্তব্য। কখনো কখনো ব্যক্তিগত পর্যায়েও চলে গেছে। সাংবাদিকদের এমন দশা দেখে ফেসবুকের পাঠকরা নিশ্চয়ই হাসছেন। মজা পাচ্ছেন অনেকে।যাইহোক ঘটনার শুরুটা, পাঠকদের একটি মনে করিয়ে দেই-এসএটিভি রোববার রাত ১০টার নিউজ আওয়ারে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ ও সাংবাদিক পিটিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে আমন্ত্রণ জানায়। সেখানে নাস্তানাবুদ হন রনি। এর আগে সিনিয়র সাংবাদিকদের পক্ষ থেকে মনজুরুল আহসান বুলবুল এক বিজ্ঞপ্তির মাধ্যমে টেলিভিশনের টকশো থেকে রনিকে বয়কটের আহ্বান জানান। ঘটনার শুরু এখান থেকেই। কেন রনিকে বয়কটের আহ্বান জানানোর পরও এসএটিভি তাকে নিউজ আওয়ারে আনলো! ব্যস… বিতর্ক-আলোচনা-সমালোচনা চলছেই… হয়তো চলবে কয়েকদিন।
রিপোর্ট যখন লেখা হয় (সোমবার বিকেল ৬টা ২৫ পর্যন্ত) তখন সৈয়দ ইশতিয়াক রেজার ফেসবুক স্ট্যাটাসে ৮৪ জন লাইক ও মন্তব্য করেছেন। নিচে কয়েকজন সাংবাদিকের পাল্টাপাল্টি স্ট্যাটাস তুলে দেয়া হলো। তাহলে পাঠকরা সাইবার যুদ্ধের দামামা উপলদ্ধি করতে পারবেন!
Ferdous Arefeen SATV তো এরশাদের জাতীয় পার্টি সংশ্লিষ্ট চ্যানেল, লাইসেন্সও তো এরশাদের নামেই (যতটুকু শুনেছি)… চ্যানেলটির এরকম চরিত্রই তো স্বাভাবিক
Gm Shahin সময় টিভি টা কার ভাই ? Ferdous Arefeen
Akm Zabed dod dia sap posh la amoni hoy.akon boja jaba kar katu jur.dal voro na active kormi voro.
Ferdous Arefeen Gm Shahin স্ট্যাটাসটি যেহেতু রেজা ভাই-এর, আমার কমেন্টও তার প্রতিই, আপনার কিংবা অন্য কারও প্রতি নয় অবশ্যই। সুতরাং আপনার প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন বোধ করছি না। আর আপনাকে ঠিক চিনতেও পারলাম না….. যাই হোক, আপনার সব প্রশ্ন স্ট্যাটাসদাতার কাছে রাখটাই সমীচিন হবে বলে মনে করি
Ranjak Rizvy এসএটিভি আজ সবাইকে নতুন করে মনে করিয়ে দিয়েছে, কে এই রনি। তাই এটাকে একটু সহজভাবে দখলে হয় না রেজা ভাই। @ Syed Ishtiaque Reza
Syed Ishtiaque Reza না রিজভী.. এটা অন্যরাও করতে পারতো.. কিন্তু তোমরা সাংবাদিকদের আবেদনকে প্রত্যাখ্যান করেছ। আর আমি দেখেছি.. উদ্দেশ্য ছিল তাকে বাঁচানোর জন্য..
Saif Barkatullah বাংলাদেশে এখন চলছে মিডিয়ার যুদ্ধ। সাংবাদিক বনাম সাংবাদিক, পত্রিকা বনাম পত্রিকা, টেলিভিশন চ্যানেল বনাম টেলিভিশন চ্যানেল- যুদ্ধ এখন প্রকাশ্য বিরাজমান। জাতীয় প্রেসক্লাবে প্রায়ই দেখা যায়, সাংবাদিকদের একপক্ষ যখন বন্ধ মিডিয়ার খুলে দেয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে, তখন অপর পক্ষ সাংবাদিকরা হাসাহাসি, ঠাট্টা-মসকরা নিয়ে ব্যস্ত।
Masud Sayan ঘটনার পর কিছু সাংবাদিক রনির অফিসে গিয়ে আপোষ মিমাংসা করেছে এটা দূর্গ্যজনক।এতে সাংবাদিকতার চরম দৈন্যতা প্রকাশ পেয়েছে। মিডিয়া মালিকদেরও সতক থাকা উচিত।
Syed Ishtiaque Reza SATV …যে কাজটা করেছে সেটা আন্যরা পারতোনা তা নয়.. কিন্তু আহবান ছিল তাকে বর্জনের … সে যেন আর টিভিতে চেহারা দেখাতে না পারে… তাকে আবার সেই সুযোগ দেয়া হয়েছে,, এবং এমন কোন মুখোশ কুলে দেয়া যায়নি। বরং সে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারের একা সুযোগ পেয়েছে…
Mohsin-ul Hakim ওর আসল চেহারা গত দুই দিনে বিভিন্ন টিভিতে দেথেননি ভাই? দু:খিত আপনাদের মাঝে এই কমেন্ট করার জন্য। সব সিনিয়র সাংবাদিকদের রনিকে বয়কটের আহবানের পরও এসএ টিভি এটা করে জানিয়ে দিলো তারা আসলে কি? চেনা হলো, ভালই হলো। রেজা ভাইকে ধন্যবাদ। আমি আপনার সাথে একমত।
Rezuanul Haque Faran এসএ টিভির এমন ঘটনায় মনে হলো সাংবাদিকরা নিজেরাই নিজেদের জুতা মারলো। আর রনির মুখে বিদ্রুপের হাসির যোগান দিলো। খুবই দ:খজনক। …………বড় ভাইদের কমেন্টসের মাঝে আসার জন্য মাফ চাইছি।
Nadira Kiron amio SATV te dekheto obak !!!! amader minimum nijeder community’r protio amader sympathy o thakbena !!!! ki bolbo-journalist tena sorry netarao gotokal e rony’r pokkhe safai geye shomojhota koreche…nijera nijeder chopetaghat korecheto tarai..runi-sagor ke nie je tara ja korlen-ta r na boli…but kukur kukurer mangsho khay na…amra journalist ra tar cheyeo kharap……????? aj cameraman mukul er chokher pani dekhe montai kharap holo….bujhlam journalist der mullo ki vabe komche…..
Sumon Rahman শ্রদ্ধেয় ইশতিয়াক ভাই, সাংবাদিকরা কি কখনো ঐক্যবদ্ধ থাকতে পেরেছে? সাগর-রুনির হত্যার বিচার দাবিতে প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে যে টিভি চ্যানেলের সাংবাদিকরা হামলা চালিয়েছিলেন, তাঁদের ব্যাপারে আমাদের বর্তমান অবস্থান কি?
Saifuddin Robin এস এ টিভি আসলেই কোনভাবে কাজটি ঠিক করেনি যদি তারা সত্যিই সেই বিবৃতিতে স্বাক্ষর করে থাকে। সেখানে বয়কট না করে অবশ্যই প্রতিষ্ঠানটির কর্তাব্যাক্তিদের জিজ্ঞেস করতে পারেন রেজা ভাইদের মত সিনিয়ররাই। এমন ঘটনা সত্যিই দু:খজনক। সাগর-রুনি হত্যাকান্ডের পরও টেলিভিশন চ্যানেলের কতাব্যাক্তিরা যখন ১ সেকেন্ডও কিছু সম্প্রচার না করার বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারেননি তখ অন্তত একজন লোককে বয়কট করার সিদ্ধান্তের বিষয়ে ঐক্যমতে পৌছানো জরুরী ছিল। কিন্তু এর মানে বয়কট ? সেটা কতটা গ্রহনযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠবেই। সেখানে কি সাংবাদিক নেই? ওই প্রতিষ্ঠানে কতজন কাজ করে? তাদের কি দোষ?নাকি পুরো প্রতিষ্ঠানের সব কর্মীকেই আপনারা বয়কটের নামে অবাঞ্চিত করতে চান। ঠিক বুঝলামনা। তাহলে সেটাকি পরষ্পরবিরোধী হয়না। আর প্রিয় Ferdous Arefeen ভাই আপনার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি। আমি আমার চাকরিজীবনের একটিতে আপনার পরে জয়েন করেছি। আমার আগেই আপনি ছেড়েছিলেন।আর আরেকটিতে আপনি এখন আছেন আর আপনার যোগদানের আগে আমি ছেড়েছি। বিনয়ের সঙ্গেই আপনাকে বলছি, ফেসবুককে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবই বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনি কেবল কারো স্ট্যাটাসে কমেন্ট করে তার উত্তর ওই প্রোফাইলের ব্যাক্তির উপর চাপিয়ে দিয়ে এড়িয়ে যেতে পারেননা কোন প্রশ্ন । এস এ টিভির ভূমিকার সমালোচনা আপনি করতেই পারেন। কিন্তু আপনার কমেন্ট অনুযায়ী আপনি কিন্তু পরোক্ষভাবে ধিকৃত গোলাম মাওলা রনিকেই সমর্থন করলেন। ওই ভন্ডও বলেছিল দরবেশ নিয়ে কথা বলেছে বলেই তার সঙ্গে এমন ষড়যন্ত্র। সেও ভুলে গেছে মালিক যেই হোক, যেমনই হোক তারপরও সাংবাদিকের ইজ্জত থাকে, সম্মান থাকে, স্বকীয়তা থাকে কিংবা কারো কারো কিছুটা হলেও আদর্শ থাকে। গতকাল তৃতীয় মাত্রায় খালিদ ভাইর কথাটাই বলি, আপনি আমার এথিকস নিয়ে কথা বলছেন, আদর্শ নিয়ে কথা বলছেন, কাজ নিয়ে কথা বলছেন, সততা নিয়ে কথা বলছেন। দেশে কোন টেলিভিশনের লাইসেন্সটি রাজনৈতিক কারন ছাড়া হয়েছে এটুকু বলতে পারেন ? আপনার প্রতি সম্মান রেখেই বলছি, এমন কিছু বলবেননা যেটা প্রতিষ্ঠানের কর্মীদের মনস্ত্বাত্বিক জায়গায় আঘাত করে, যেখানে প্রকাশ পায় আপনার ব্যাক্তিগত হীনমন্যতার। আর প্রিয় Khabir Mizanur, খবির। তোমার রসাল কথা বিনোদিত করে। ব্যাক্তিগতভাবে পছন্দও করি আমি তোমকে। কিন্তু কখনো ভাবিনি সেই রস ফেসবুকের মত জায়গায় একটা সিরিয়াস বিষয় নিয়ে যখন কথা হচ্ছে তখন এমন বাজেভাবে ধরা দিবে….এমনটা কখনোই আশা করিনি
Ferdous Mamun রেজা ভাই… আপনি মনে হয় অতি উত্তেজনার বশে এমন স্ট্যাটাস দিয়েছেন। আপনার মতো একজন সিনিয়র সাংবাদিক কি সহকর্মিদের বিশ্বাসঘাতক বলতে পারে??? পুরো বিসয়টি না জেনে এমন মন্তব্য, আপনার কাছ থেকে আশাই করা যায় না। অনুরোধ থাকবে স্ট্যাটাসটা ডিলিট করে দিন… তা না হলো হয়তো জল ঘোলাই হবে।
Rased Mehdi @cরেজা ভাই আপনি সাংবাদিক সমাজের মনের কথা বলেছেন, আশাকরি কুলাঙ্গার এমপি রনির কোন দালালের কথায় স্ট্যাটাস ডিলিট করবেন না, যারা স্ট্যাটাস ডিলিট না হলে জল ঘোলা হবে বলে হুমকি দিচ্ছেন, তারার আপনার নখের যোগ্যও না….
Mohsin-ul Hakim রনির দালালরা রেজা ভাই এর এই লেখায় কমেন্ট না করলেই পারেন। নিজেরা বিবৃতিতে স্বাক্ষর করে আবার সেই দিনই রনিকে নিয়ে আসলেন স্টুডিওতে। আবার এটা নিয়ে বড় কথা কেন?
Onindo Rahman সব কবি যেমন কবি নয় – সবাই তেমন এথিক্যাল সাংবাদিক নয় , আমরা তাই বলে মাইর পিট পছন্দ করি না ।
Latif Ahmed বস… দেশের যা অবস্থা তাতে সাংবাদিকরা ৯০% দায়ী। সাংবাদিকরা কতটা নীচে নেমে গেছে তা বলার অপেক্ষা রাখে না। আমি নিজেও সাংবাদিক হিসেবে এ কথা বলতে বাধ্য হচ্ছি। ধরলাম রনি দোষী। কিন্তু নির্দিধায় এটা বলতে বাধ্য হচ্ছি যে এ রকম একটি ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে। আর এটি ঘটিয়েছেন দরবেশ খ্যাত এমপি সাহেব। যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। আমরা যখন কোনো চ্যানেল বা পত্রিকায় কাজ করি, তখন স্বাভাবিকভাবেই ওই প্রতিষ্ঠানটির মালিকের দাস বনে যায়। সাংবাদিকতার নীতিনৈতিকতা হারিয়ে ফেলি। আমার ভেবে দেখতে হবে, রনির বিরুদ্ধে সালমান এফ রহমান উঠে পড়ে লাগলেন কেনো? যখন রনি বিভিন্ন মিডিয়া, তার নিজের মিডিয়া এবং ফেসবুকে দরবেশ খ্যাত ওই সরকারদলীয় এমপিকে রাজাকার খ্যাত সাকা চৌধুরীরর মামলায় স্বাক্ষী দেয়া নিয়ে প্রশ্ন তুললেন, এতেই ক্ষীপ্ত হন রনি সাহেব। তবে নি:সন্দেহে একথা বলতে পারি Golam Maula Rony -এর জনপ্রিয়তা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে।
Mohsin-ul Hakim ভাই, বিষয়টি নিয়ে রনির দালালরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের কথার রেসপন্স না করলেও চলে। বরং রেজা ভাই এর এই স্ট্যাটাস এর বিষয়ে থাকি আমরা। রনিকে বয়কট করার আহবান জানিয়ে বিবৃতিতে সাইন করেই আবার রনিকে নিয়ে লাইভ অনুষ্ঠান করাটা কি নৈতিক হয়েছে? পারলে এবিষয়ে ব্যাক্ষা করবেন এসএ টিভির কেউ। দালালি চাই না।
Shawn Barua independent tv er reporter ra kar isharai chole ta sobai jane. Bangladeshe politiciander por jodi nosto keu thake ta holo journalist ra.
Ferdous Mamun এই স্ট্যাটাসের অধিকাংশ মন্তব্যকারীর কমেন্ট দেখে খুব মজা লাগলো। কারণ এদের মধ্যে বেশ কয়েকজন এসএটিভিতে চাকরির জন্য একসময় অনেক চেষ্টা করেছিলেন… কিন্তু পাননি। মনে হচ্ছে তারই ক্ষোভ ঝাড়ছেন….
Wahid Milton mr. mohasinul hakim satv statment a sign korsee ai khota apnake ke bollo……….? satv policy level a tu ai khota kew jane na……………..mr. mohasinul hakim apni ki nije head of news er pokke statment dite paren? janina apnar office er policy ki? r apni bolsen satv ke apni cinsen wait & see onnoder keo apni chinte parben..
Ranjak Rizvy আপনি যদি জেনে নোংরা উক্তিটি করতেন খুশি হতাম। কারণ আপনার বেশকিছু নিউজ আমি দেখেছি, আপনি ভাল রিপোর্টার। তাই আপনার কাছে এমন মন্তব্য আশা করিনি। দয়া করে জেনে নিবেন এসএটিভি কোনো বিবৃতিতে সাক্ষর করেছে কি-না? @Mohsin-ul Hakim
Ranjak Rizvy এই বিবৃতিতে এসএটিভি’র বার্তা সম্পাদক শরীফুল ইসলামের নাম ব্যবহার করা হয়েছে। কেউ তার সাক্ষর দেখাতে পারবেন না। আর এসএটিভিতে হেড অব নিউজ এবং সিএনই আছেন। তাদের কারো নাম আসেনি? @ Rezuanul Haque Faran
Syed Ishtiaque Reza Ranjak Rizvy… amra keo e sign korini.. shobar pokhkhe ekjon sign koreche.. but amader sathe kotha bole rakha hoyechilo.. Sharif o kotha boleche.. shei hishebei tar name use hoyeche.. SATV’r head of news/CNE keno janlona sheta Sharif valo answer dite parbe.. tobe ei statement jachche, online e giyeche.. tarpor o community interest e e theke biroto thaka jetona? Sharif keno dite gelo tar name, sheta internally solve koreo kintu response kora jeto.. taina?
Ferdous Mamun Mohsin-ul Hakim@ জীবনে অনেক রকমের দালাল দেখেছি, এরমধ্যে একধরণের দালাল আছে যারা না জেনেই জী হুজুর বলে
Mohsin-ul Hakim Wahid Milton and Ranjak Rizvy: আমি তো ব্যাক্ষাটাই আপনাদের কাছে জানতে চেয়েছি। ধন্যবাদ তথ্যের জন্য। বিবৃতিতে এসএ টিভির একজনের নাম উল্লেখ করা ছিলো, আশা করি সেটা দেখেছেন। এখন উনি কি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেননি সেটা কি করে বলবো আমি? এখন না জানলাম।
Mohsin-ul Hakim Ferdous Mamun: আপনি একজন জয়েন্ট নিউজ এডিটর। বিষয়টি আপনি বুঝবেন আশা করেছিলাম। আমাকে ব্যক্তিগত ভাবে কি দালাল বলেছেন? আরো সরাসরি বললে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। আমার বিষয়ে আরেকটু লিখবেন। কার দালাল আমি। আমি আপনাদের টেলিভিশনে চাকুরীপ্রত্যাশী ছিলাম না তো?
Ferdous Mamun Mohsin-ul Hakim @ আমিতো শুধু আপনার কথার উত্তর দিয়েছি। সেখানে কোথাও লেখা নাই আপনি দালাল। বিভিন্ন প্রকারের দালালের মধ্যে একপ্রকারের দালালির কথা স্মরণ করে দিয়েছি। তাতে আপনার লাগলো কেন ??? এখন একটা প্রবাদ মনে পড়লো- চোরের মন পুলিশ পুলিশ
Wahid Milton takur gore ke……..re……………kew kew bole utte “ami kola khai na”……………amader boro bhai ra aj je adosher khota gola fatiye bolsen……..tader somporke onekey janen……………so ayanate ekbar nijeder dekun plz.
Syed Ishtiaque Reza Anyway.. I request all to stop biting….. salman r Rony nijera joto pare maramari koruk.. kintu shey reporter k petabe kno?… 71-er maliker sathe karo conflict thakte pare, SATV’r maliker satheo karo thakte pare,,, but journalist ra kno victim hobe?.. shobai kaj kore according to assignments.. hope everybody will understand and keep restrain.. ….
Mohsin-ul Hakim Wahid Milton:: ভাই: আয়না তো সেট করেই রেখেছি। আসলে ওই বিবৃতিতে সমর্থন দেয়ার তালিকায় আমাদের নামই তো নাই। এটা আপনাদের এডিটরিয়াল সিদ্ধান্ত ছিল নিশ্চয়ই। এবং আমার প্রশ্ন ছিলো সেখানেই। সেখান থেকে আমাকে আক্রমন করলেন আপনারা। আমার কোন অসুবিধা নাই। হয়তো কোথাও কোথাও চাকরি হবে না। এই তো।
Wahid Milton mohsin-ul-hakim bhai apni onek boro repoter………..apnake niya comments korar sahos amar nai….apnar moto valo repoter er job atkay ai khomota kar ase……….apnake ami attack kori nai………..ami sudu bolte cheyesi je statment ta gese ta somporke amader news room er editorial level a kew janen na…..
Sirajul Islam সাংবাদিক সমাজের সামনে ঐক্যের কোনো বিকল্প নেই। প্লিজ এক্যবদ্ধ হোন। এখন অনৈক্যের সময় নয়।
Mohsin-ul Hakim আরে ভাই আমিও তো শুধু সেটাই জানতে চেয়েছি। তার উত্তর পেলাম একটু আগে আপনার পোস্ট এ। সেখানে অন্যদের এত জ্বলে কেন? আমিও তো কাউকে ব্যক্তিগত ভাবে দালাল বলিনি। বিবৃতির বিষয়টি শুরুতে পরিস্কার করলেই হতো। আমি সেটাই জানতে চেয়েছি। আর রনিকে আপনারা গতকাল ডেকেছেন। কয়েকদিন পর আরো অনেকেই আবারো তাঁকে স্টুডিওতে ডাকবেন এটাও জানি। আরেকটা কথা, বড় রিপোর্টার আমি এখনো হতে পারিনি। চাকরিরও যে খুব একটা বাজার আছে তাও না। প্রয়োজন হলে আপনাদের কাছেও আসবো।
Ferdous Mamun Mohsin-ul Hakim@ আপনাকে কে বলছে এটা এসএটিভির এডিটরিয়াল সিদ্ধান্ত ছিল। না জেনে কেন খামাখা সব বিষয়ে নাক গলান। আপনার অবস্থা এতো খারাপ যে আপনি কি করেন সেটা ফেসবুক আইডিতে প্রকাশ করার মতো সৎসাহস রাখেন না। আবার বড়বড় বুলি আওড়াচ্ছেন।
Mohsin-ul Hakim আপনার সাহস দেখে আমি অভিভূত। আমি তো একজন সিনিয়র সাংবাদিকের স্ট্যাটাসে লিখেছি। আপনার কিছুতে তো না। আপনার সাথে কে কথা বলতে গেছে ভাই? আমি তো সরে আসলাম। আবার কেন পিছু নিলেন?
Ferdous Mamun আমি হতবাক বেয়াদবি দেখে……..
আর কিছুক্ষণের মধ্যেই ইফতার। তাই মনে হয় সাইবার যুদ্ধে খানিকটা বিরতি! পাঠক উপভোগ করতে থাকুন…।
source : http://www.newsnow24.com/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B6%E0%A6%A4.newsnow24
বিষয়: বিবিধ
১৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন