নারী সাংবাদিকতায় যৌন নির্যাতন

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ১৮ জুলাই, ২০১৩, ০৫:৪৯:০২ বিকাল



সাংবাদিকরা মানুষের অধিকারের কথা বলে; সুযোগ-সুবিধার কথা বলে; মানুষের বঞ্চনার ইতিহাস তুলে ধরে পাঠকের সামনে অথচ তারা নিজেরাই বঞ্চিত। আর সে যদি হয় নারী সাংবাদিক তাহলে তো কথাই নেই!

পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় যুগ যুগ ধরেই বাংলাদেশসহ সারা বিশ্বে নারী সকল ক্ষেত্রেই নানা বৈষম্যের শিকার। আমাদের দেশে তা আরো ব্যাপক। সাংবাদিকতার জগৎটি এর ব্যতিক্রম হবে কোনো! এখানে বৈষম্য আরো অনেক বেশি। এজগতে প্রথমেই বুঝিয়ে দেওয়া হয় তুমি নারী, তাই তুমি দ্বিতীয় শ্রেণীর!

রিপোর্টার জানিয়েছেন, প্রথমে তার প্রতি একজন বার্তা সম্পাদকের অতি আগ্রহ এবং পরবর্তিতে ওই বার্ত সম্পাদকের নানা রকম মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পেতে তিনি চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি তিনি নজরে আনতে চেয়েও কোনো ফল পাননি। পরে নিজেকে রক্ষা করতে চাকরিটি ছেড়ে দেন। বরং পরবর্তিতে রহস্যজনকভাবে ওই বার্তা সম্পাদকেরই পদোন্নতি হয়েছে। অভিযোগ আছে, ওই বার্তা সম্পাদক অযথাই নিজের রুমে ডেকে নিয়ে বসিয়ে রাখতেন মেয়েটিকে। প্রায়ই মধ্যরাতে অনাকাংখিতভাবে তাকে ফোন করে বলতেন, আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাও, কিংবা তোমার মতো সুন্দরী মেয়ে সামনে বসে থাকলে আমি কাজের ইন্সপিরেশান পাই, আমার বাসায় একদিন আসো, বাসায় কেউ নাই, মজা করে পিকনিক করা যাবে… ইত্যাদি আরো নানা কথা।

অন্য একটি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকের একজন রিপোর্টার জানান, শুধুমাত্র বিভিন্ন মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পেতে প্রতিবাদ করায় এবং জুনিয়র নারী রিপোর্টারদের মানসিক সাপোর্ট দেওয়ার ফলে কোনো কারণ না দেখিয়েই তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘ পাঁচটি বছর একই হাউজে কাজ করলেও তার ভাগ্যে জোটেনি সিনিয়রিটি। বেতন বাড়েনি এবং তিনি কোনো সুযোগ-সুবিধা পাননি। অথচ অনেক জুনিয়ার পুরুষ রিপোর্টারকে করা হয়েছে সিনিয়র। তৈল মর্দনের কারণে বার বার বিশেষ দুচারজনের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে লোক হাসিয়ে।

বাকিটা এখানে,

click here

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File