ছদ্মনামে উপন্যাস লিখেছেন রাউলিং

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ১৪ জুলাই, ২০১৩, ০১:২৮:২১ দুপুর



ছদ্মনামে অপরাধ কাহিনী লিখেছেন হ্যারি পটারখ্যাত লেখিকা জেকে রাউলিং।

করমোরান স্টাইক নামে এক যুদ্ধফেরত সৈনিকের গোয়েন্দাগিরির কাহিনী নিয়ে রচিত ‘দ্য ক্যাককুস কলিং’ উপন্যাসটি রাউলিং লেখেন রবার্ট গালব্রেথ ছদ্মনামে।

চলতি বছরের এপ্রিলে প্রকাশিত উপন্যাসটি এরই মধ্যে ১৫০০ কপি বিক্রি হয়েছে।

একজন নবীন লেখকের লেখায় কীভাবে এতো পেশাদারিত্বের ছাপ পাওয়া যায়— এ নিয়ে সানডে টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরই রাউলিংয়ের ছদ্মনামে লেখার বিষয়টি জনসম্মুখে আসে।

‘দ্য ক্যাককুস কলিং’ উপন্যাসটির প্রশংসা করে এক সমালোচক বলেন, এটা একটি ‘বুদ্ধিদীপ্ত আত্মপ্রকাশ’। অন্যদিকে আরেকজন সমালোচক পুরুষ লেখকের নারীর পোশাক-আশাকের নিখুঁত বর্ণনা দেয়ার ক্ষমতার প্রশংসা করেন।

এ ব্যাপারে রাউলিং বলেন, ‘আমি বিষয়টি অল্প কিছুদিন গোপন রাখতে চেয়েছিলাম। কারণ রবার্ট গালব্রেথ হওয়া আমার জন্য ছিল মুক্তির অভিজ্ঞতা।’

তিনি আরো জানান, কোনোরকম প্রতারণা কিংবা প্রত্যাশা ছাড়া উপন্যাস প্রকাশ করা সত্যিই চমৎকার। আর অন্য নামে খ্যাতি পাওয়াটাও নির্মল আনন্দের বলে জানান তিনি।

এর আগে একটি সাক্ষাৎকারে রাউলিং বলেছিলেন, হ্যারি পটারের পর তিনি ছদ্মনামে উপন্যাস লিখতে চান।

করমোরান স্টাইকের পরবর্তী উপন্যাসের পটভূমিও তৈরি হয়ে গেছে বলে জানান রাউলিং। আগামী বছর উপন্যাসটি প্রকাশিত হবে বলে আশা করছেন তিনি।

সূত্র: বিবিসি

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File