৭১ টিভির ভূমিকা : কয়েকটি প্রশ্ন
লিখেছেন লিখেছেন প্রেস২৪ ১১ জুলাই, ২০১৩, ০২:১৩:৩৪ রাত
বাংলাদেশে প্রথম এইচ ডি টিভি চ্যানেল ৭১ টিভি। ২৪ঘণ্টার সংবাদ ভিত্তিক এই চ্যানেলটি আসলে কী চায়, তা এখনো স্পষ্ট নয়। তার কয়েকটি নমুনা দেখুন।
১) গাজীপুর সিটি নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন সকালে প্রচার করল, ১৮দলীয় প্রার্থী এম এ মান্নান দুর্নীতি করেছে, হজ্বের টাকা মেরেছে ইত্যাদি নিউজ। অথচ ভোটের আগের দিন ও ভোটের দিন এই নিউজ কেন প্রচার করল- তা এখনো জানা যায়নি। অপর দিকে আজমত নিয়ে কোন নেগেটিভ নিউজ ৭১ টিভি করেনি।
২) গতকালের কথাই ধরুন। শাহবাগে বিসিএস কোটা বিরোধী আন্দোলন করছিল মেধাবী তরুণরা। অথচ ৭১টিভি এই নিউজকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য প্রচার করল, এর কারণে ব্যাপক যানজট হচ্ছে। কিন্তু দুই মাস আগের কথাই ধরুন। গণজাগরণ মঞ্চ যখন নিরাপত্তাবাহিনীর প্রহরায় দিনের পর দিন বসেছিল, দুইপাশে বড় দুটি হাসপাতাল, তখন সারাদিন গজামের আত্মপ্রচারে মগ্ন ছিল ৭১ টিভি।
এরা আসলে কী চায় ?? জাতিগঠনে এই টিভি কতটুকু ভূমিকা রাখছে?
বিষয়: বিবিধ
২০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন