দিগন্ত টিভি চালুর দাবিতে অবস্থান ধর্মঘট

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ০৫ জুলাই, ২০১৩, ০৫:৩৫:৫৬ বিকাল



৬ মে বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশন চালুর দাবিতে ৭ জুলাই জাতীয় প্রেস ক্লাব চত্বরে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে দিগন্ত টেলিভিশনের কর্মরত সাংবাদিকরা। ৭ জুলাই সকাল ১১টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয় দিগন্ত টেলিভিশনকে ১৫ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল সরকার। এবং সেই নোটিশের জবাব দুই দিনের মধ্যেই দেয় দিগন্ত টেলিভিশন। কিন্তু দুই মাসের বেশি সময় পার হবার পরও দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সংক্রান্ত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে নানাভাবে সময় ক্ষেপন করছে সরকার।

ফলে এ প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচশত সাংবাদিক ও কর্মকতা কর্মচারীরা এক ধরনের অনিশ্চয়তার মাঝে জীবন যাপন করছে। তাই তাদের দাবি রমজান মাসের আগেই যেন দিগন্ত টেলিভিশন চালু করার অনুমতি দেওয়া হয়।

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File