যৌন নিপীড়নের দায়ে বিবিসির সাংবাদিকের ১৫ মাসের কারাদণ্ড

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ১৮ জুন, ২০১৩, ০১:৪৮:৩৯ দুপুর



যৌন নিপীড়নের দায়ে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির উপস্থাপক স্টুয়ার্ড হলকে (৮৩) ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। হলের বিরুদ্ধে ১৯৬৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ১৪টি যৌন হয়রানির অভিযোগ আনা হয়। এসব অভিযোগ স্বীকার করেন তিনি।

স্টুয়ার্ড তারকা হওয়ার সুবিধা নিয়েছেন বলে বিচারক অ্যান্টনি রাসেল জানিয়েছেন।

তিনি আরো জানান, স্টুয়ার্ড হাজার হাজার মানুষকে বিনোদিত করেছে। তবে এটা তার চরিত্রের একটি অন্ধকার দিক। স্টুয়ার্ড তার জনপ্রিয়তার সুযোগ নিয়ে এসব অপকর্ম করেছেন বলেও জানান তিনি।

এদিকে, স্টুয়ার্ড এসব অপরাধ কর্মরত অবস্থায় করায় বিব্রতকর অবস্থায় পড়েছে বিবিসি।

এর আগে বিবিসির প্রয়াত উপস্থাপক জিমি সেভিলের কুখ্যাত সব যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হওয়ার পর প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে।

এ ব্যাপারে বিবিসির অনেক প্রবীণ সাংবাদিক বলেছেন, তাদের দশকের পর দশক পেশাগত দায়িত্ব পালনের সময় এতটা নাজুক পরিস্থিতিতে পড়তে হয়নি, যতটা না জিমি সেভিল ও স্টুয়ার্ট হলের অপকর্মের জন্যে হতে হয়েছে। সূত্র: বিবিসি

সূত্র: নতুন বার্তা

বিষয়: বিবিধ

৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File