বইয়ের দাম আড়াইশ’ কোটি টাকা
লিখেছেন লিখেছেন প্রেস২৪ ০৬ জুন, ২০১৩, ০৩:৩১:৪৪ দুপুর
ধর্মীয় গান ও প্রাচীন সভ্যতার নিদর্শন (হাইমিন) সংবলিত একটি বই যুক্তরাষ্ট্রে প্রায় আড়াইশ’ কোটি টাকায় (১৯ মিলিয়ন পাউন্ড) বিক্রি হতে যাচ্ছে! দেশটির প্রথম মুদ্রিত এই বইটির নাম ‘বে প্যাসলাম বুক’। ১৬৪০ সালে মাত্র ১১ কপি মুদ্রিত হয়। এ বছরের শেষ দিকে বস্টনের ওল্ড সাউথ চার্চ বইটির দুই কপি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
১৬৬৯ সালে প্রতিষ্ঠিত সাউথ চার্চের সিনিয়র মিনিস্টার রেভ ন্যান্সি টেইলন বলেন, এটি একটি স্পেক্টেকুলার বই। আমেরিকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এটি। বর্তমানে পাঁচটি কপি সংরক্ষিত আছে। একটি বই আছে কংগ্রেস লাইব্রেরিতে। উয়ালা এবং ব্রাউন ইউনিভার্সিটিতে একটি করে বই আছে। বাকি দুই কপি বিক্রি করার পক্ষে মত দিয়ে রেভ টেইলর বলেন, একটি ঐতিহাসিক ক্রিশ্চিয়ান চার্চ হিসেবে ফান্ড শক্তিশালী করতে এই বই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১৯৯৪ সালে লিওনার্দো দ্য ভিঞ্চি নোটবুকটি একই দামে বিক্রি হয় বলে জানা যায়।
তথ্য ও ছবি : ইণ্টারনেট
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন