ওয়ার্ল্ড লিটারেচার টুডে বাংলাদেশ সংখ্যা

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ০৩ জুন, ২০১৩, ০৭:০১:৫১ সন্ধ্যা



বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য পত্রিকা ওয়ার্ল্ড লিটারেচার টুডে-র প্রকাশক মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়। দ্বিমাসিক এ পত্রিকাটির হালের মে মাসের সংখ্যাটির বিষয় বাংলাদেশের সাহিত্য, যা আমাদের জন্য একটি প্রাপ্তি বটে। ‘বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড স্টেজ’ শিরোনামে এ সংখ্যায় স্থান পেয়েছে আমাদের সাহিত্য নিয়ে ডেভিড শুক-এর একটি প্রবন্ধ, তাহমিমা আনামসহ এ সময়ের চারজন তরুণ লেখকের সাক্ষাৎকার, আনিস আহমেদের ইংরেজি উপন্যাস দ্য ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ডস্-এর অংশবিশেষ, সুদীপ্ত চাকমা মিকাদোর দুটি চাকমা কবিতা, মারিয়া চৌধুরীর স্মৃতিকথা এবং শাহীন আখতারেরসখী রঙ্গমালা উপন্যাসের খণ্ডাংশের অনুবাদ।

সূত্র: ওয়ার্ল্ড লিটারেচার টুডে

বিষয়: সাহিত্য

৮০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File