একটি প্রশ্ন:

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৭ মার্চ, ২০১৪, ০৭:৩৪:৫৮ সন্ধ্যা

গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন:

ডাহুক পাখি কেমন,কেমন তার ডাক,কেমন দেখতে এবং সে রাতে নাকি দিনে বিচরণশীল?

কবি সাহিত্যিকদের লেখনিতে প্রায় ডাহুক পাখির প্রসঙ্গ দেখা যায়.

রাতে একটি পাখির ডাক শোনা যায়,যার ধ্বনি অনেকটা কু শব্দের মত.তবে ছোট্ট এই ডাকে হৃদয়ে ব্যাকুলতার জন্ম দেয়.ককিল ডাকে কু তবে সেটি অনেক দীর্ঘ এবং জোরে.আর এই পাখির ডাক ছোট্ট.

আমার এলাকায় একে দিন কানা পাখি বলে থাকে.

যেটি আদৌ তার প্রকৃত নাম নয়.এটি কী ডাহুক পাখি,না অন্য কিছু?

প্লিজ জানা থাকলে বলবেন ডাহুক পাখি সম্পর্কে!

বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198910
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
198923
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩৬
ফেরারী মন লিখেছেন : আমি কৈতে পারি না ভাই। চার দেয়ালে বন্দি পাকপাকালির ডাক কেম্ন হুনমু Sad
199038
২৮ মার্চ ২০১৪ রাত ০২:৪৯
মাটিরলাঠি লিখেছেন : একসময় আমাদের এলাকার বনজঙ্গলে-জলাভূমিতে অনেক ডাহুক দেখা যেত। এরা সহজে উড়তে চায় না। তাতে মনে হতো, এদের হাত দিয়ে ধরা যাবে। বাস্তবে আমরা বহু চেষ্টা করেও কখনো সফল হইনাই। ডাহুক দিন কানা নয় অর্থাৎ দিনে ভালই দেখে।

(এখানে ডাহুক পাখী নিয়ে কিছু আলোচনা আছে)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File