আল্লাহ কসম করলেন:
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৭:২০ সকাল
১.কসম ঝঞ্জাবায়ুর
২.বোঝা বহনকারী মেঘের
৩.মৃদু চলমান জলযানের
৪.কর্ম বণ্টনকারী ফেরেশতাগণের
৫.তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য
৬.ইনসাফ অবশ্যম্ভাবী
৭.পথবিশিষ্ট আকাশের কসম
৮.তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ
৯.যে ভ্রষ্ট,সেই এ থেকে মুখ ফিরায়
১০.অনুমানকারীরা ধ্বংস হোক
১১.যারা উদাসীন,ভ্রান্ত
১২.তারা জিজ্ঞাসা করে,কেয়ামত কবে হবে?
১৩.যেদিন তারা অগ্নিতে পতিত হবে
১৪.তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর.তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে
১৫.খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে.
সূরা আয-যারিয়াত: ১-১৫.
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১০.অনুমানকারীরা ধ্বংস হোক [এটাই তাদের প্রাপ্য]
১৫.খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে
[আশা তো করি-ই, আবার ভয়-ও হয়]
মন্তব্য করতে লগইন করুন