জামায়াত-শিবির ব্যান!
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৮ জানুয়ারি, ২০১৪, ১০:৫৪:৩৬ রাত
ইনু সান জিকির করে
জামায়াত ছাড়ুন,জামায়াত
লীগার ম্যান শর্ত ছোড়ে
জামায়াত ছাড়লেই আতাত
প্রস্তাব দেয় জামায়াত ত্যাগের
দাদা বাবুর ইন্ডিয়া
র-ঘাতকের অর্থে বিক্রী
সুর তোলে সে কাঁন্দিয়া
কেন যে ভাই সবকিছুতে
জামায়াত শিবির ফ্যাক্ট!
পাস করবা জলদি করে
ব্যান করবার য়্যাক্ট!
রক্ত ঝরায় জীবন দেয়
শহর নগর গাঁয়
দেশটা খেতে বাঁধা তারাই
কারণ বুঝি এটায়!
স্বপ্ন দেখ সকাল বিকেল
গুলি ভরে বন্দুকে
জামায়াত শিবির শেষ হবেনা
দেবেই তোদের রুখে
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন