<ভো>{ট} ? ? ?

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৪ জানুয়ারি, ২০১৪, ০৮:৪৮:১৫ রাত



কালকে নাকি হবে ভোট

কে যেন কে কয়!

ধুড়ুম ধাড়াম শব্দ শুনি

পিলে চমকে যায়

কিসের ভোট কিসের কি

সবতো আগেই সিলেক্টেড

জ্বলছে আগুণ চতুর্দিকে

একেই বলে ইলেক্টেড!

ষোল কোটি মানুষ দেশে

বার কোটির অধিকার

ওপার দেশের শকূন এসে

খাচ্ছে ছিড়ে নির্বিচার

সব স্বয়েছি আরতো নয়

সিকিম এদেশ হচ্ছেনা

চব্বিশ কোটি বজ্র হাতে

গদি বুবুর রাখছেনা

কোথায় তাদের ভোটাধিকার

নাম কি এই তন্ত্রের

ভোটের আগেই নির্বাচিত

কাজটা বুঝি যন্ত্রের!

গর্জে ওঠো বীর জনতা

হায়েনা দিতে রুখে

ভীষণ জোরে আঘাত কর

বাকশালীদের বুকে

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159073
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৭
ধ্রুব নীল লিখেছেন : সত্য যেন হয় ছড়াটি
বিজয় নিশান ওড়াতে
নৌকা যেন যায় তলিয়ে
গভির মানব স্রোতে
159097
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০১:০০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
159134
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১৪
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : ভাইয়া ভাল লিখেছেন বর্তমান পরিস্তিতি নিয়ে --ধন্যবাদ
159610
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। বর্তমান দেশের প্রকৃত অবস্থাই আপনার ছড়াই উঠে এসেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File