"আকাঙ্ক্ষিত মুক্তি"...
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৩ অক্টোবর, ২০১৩, ০৮:৩১:৪৩ রাত
এসেছে দিন প্রতিরোধ
আর প্রতিশোধের
সয়েছি বেদনা অনেক
আর নয় ঢের
হারিয়েছি সাথি
কেঁদেছি অঝর ধারায়
রজণি কেটেছে নির্ঘুম
করেছি দুঃখ জয়
আর নয়,আর নয়
ভেঙ্গেছে বাঁধ ধৈর্যের
বাকশাল রুখতে হবে
জাঁগতেই হবে ফের
গগণে আজ হুংকার ধ্বনি
রাজপথ হবে রঞ্চিত
রাক্তের ঢেউয়ে যাবে ধুয়ে
অধিকার পাবে বঞ্চিত
বুলেটের মাঝে পেতেছি বুক
করেছি জয় মৃত্যু
হে জগতের তাগুৎ শক্তি
চালাও গুলি ভৃত্তু
সত্যের জয় হবেই হবে
যতোই দেখাও শক্তি
জীবন দিয়ে আনবো ছিনিয়ে
আকাঙ্ক্ষিত মুক্তি
বিষয়: সাহিত্য
৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন