হে প্রভু,তোমার জন্য এই বিদায়,স্থান দিয়ো মোদের আরশের ছায়ায়|

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৫৩:৩৬ রাত

পৃথিবীতে যখনি কিছুর আগমণ ঘটে ঠিক তখন থেকেই শুরু হয় বিদায়ের প্রতিক্ষা|এই বিদায় অনেক কষ্টের হলেও মানতে হয় বাধ্য হয়েই|মানুষকে বিদায় নিতে হবে চীর দিনের জন্য|এই দুনিয়াতেও মানুষকে এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেতে হয় প্রয়োজনের তাগিদে|যে ব্যাক্তিকে বিদায় নিতে হয় তার মনটা হাহাকার করে ওঠে|

দীর্ঘ দিনের সাথিদেরকে ছেড়ে মন যেতে চায়না কিছুতেই|বেদনা বিধুর ক্ষণটা অশ্রুর বন্যায় ভেসে যায়|বুক ফেটে যেতে চায়|তারপরেও বিদায় নিতে হয়|

একে একে কয়েকটা বছর কাটালাম যে দ্বীনি ভাইদের সাথে তাদের ছেড়ে চলে এলাম কিন্তু সকলের নিকট থেকে এই কঠিন মুহূর্তের কারণে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিতে পারলামনা|অনেকটা নিরবেই তাদের ছেড়ে চলে এলাম|বারবার তাদের জন্য মনটা কেঁদে উঠছে|কিন্তু মানতে যে বাধ্য এই ধরা বাধা নিয়ম!

যেখানে এসেছি,প্রায় সকলে অপরিচিত দু'একজন ছাড়া|তবে অনেকের মুখ চেনা রয়েছে|তারা অপরিচিত হলেও একদিক দিয়ে পরিচিত|হৃদয়ের গভীরে যে আদর্শকে লালন করছি সকলেই সেই একই আদর্শের সৈনিক|সকলের চলার পথ একই,সকলের উদ্দেশ্যও একই|

একদিন এই ভাইদেরকেও ছেড়ে যেতে হবে|কারণ একটাই,আল্লাহর জন্যই একে অপরের সাথে সেই সুদূর থেকে এসে মিলিত হয়েছি আবার আল্লাহর জন্যই বিচ্ছিন্য হতে হবে|

হে মহান আল্লাহ!আমাদের এই বন্ধনকে কবুল করে বিচার দিনে তোমার আরশের ছায়া তলে আমাদের একটু স্থান দিও| Praying

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File