যত মন>ততো মত:যত মত>ততো পথ=সঠিক পথ একটাই|||
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৫ আগস্ট, ২০১৩, ১০:০৭:৩৬ সকাল
আমি বিস্বাস করি,যত মন ততো মত|
আর যত মত ততোখানি পথ|প্রত্যেকের
চিন্তা সীমায় একেকটি মত ও
একেকেটি পথ বা পন্থা রয়েছে|
যে মতকে সে লালন
করে,যে পথে সে পরিচালিত হয়|যদিও
দেখা যায় অনেকের পথ তার পথের
সাথে কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়
এবং এই মিলে যাওয়া থেকে তৈরী হয়
একটা মতাদর্শ|আবার এই মতাদর্শের
অনুসারী প্রত্যেকে কিন্তু সকল
চিন্তা চেতনায় এক হতে পারেনা|
অর্থ্যাৎ মতভেদ থাকবেই,এটা মানুষের
স্বাভাব জাত ধর্ম|মানুষের
আরো একটি স্বভাবজাত
প্রবণতা হলো নিজের মত-পথটিকেই
একমাত্র সঠিক মনে করা|
যে কারণে পৃথিবীতে হানাহানি লেগে
রয়েছে|তবে এটার
প্রয়োজনীয়তা রয়েছে|কারণ
মানুষকে আল্লাহ অনেক পথের
মধ্যে সঠিক পথকে বাছাই করে চলার
জন্য তৈরী করেছেন|যার মানদণ্ডে তিনি মানুষের নিকট থেকে তার জীবন পরিচালনার পথ সম্পর্কে হিসেব চাইবেন|
আমরা পৃথিবীতে অনেক অনেক পথ বা মতে বিশ্বাসী মানুষ দেখছি এবং সকলেই তাদের পথ বা মতকে সঠিক বলেই জানে|আসলেই কী সকল পথ বা মত সঠিক হতে পারে? নিশ্চয় নয়|এটিকে প্রত্যেক বিবেকবান ব্যাক্তি মাত্রই স্বীকৃতি দেবে|হাজারো পথের মাঝে একটিই মাত্র সঠিক|তাহলে প্রশ্ন আসে সেই পথটি কোন পথ?এর উত্তর খুজতে যেয়ে আমি একটা বিষয় খুজে পেয়েছি|সেটা হল,মানুষের স্বভাব জাত অভ্যাস বা প্রবণতা কিংবা ধর্ম হলো মানুষ কাউকে না কাউকে তার উপরে কতৃত্বের অধিকারী মনে করে তাকেভক্তি শ্রদ্বা,ইবাদত উপাসনা বা গোলামী করে|এটি একটি সামাজিক ধারা|এটাকে নাস্তিকরা প্রত্যাক্ষাণ করলেও পরক্ষভাবে হলেও এটাকে মানতে বাধ্য|একজন নাস্তিক যে অফিসে চাকরি করে তার সিনিয়রের হুকুম তাকে মেনে চলতে হয়|এটাও কিন্তু আনুগত্য বা গোলামী|এভাবেই সমাজের প্রত্যেক স্তরকে মহান আল্লাহ সাজিয়েছেন|অর্থ্যাৎ প্রতিটি স্তর কারোনা কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে|আর এই পদ্ধতিটি একজন মাত্র একচ্ছত্র অধিপতির দ্বারা পরিচালিত হচ্ছে|যার প্রদত্ব পথ বা মতটিই কেবল মাত্র সঠিক অন্যগুলো ভ্রান্ত|
প্রশ্ন হলো সেই পরিচালক বা একচ্ছত্র অধিপতি কে?এটাকে প্রমাণ করতে বিভিন্ন পথের মানুষেরা তাদের নিজেদের স্বপক্ষে যুক্তি দেখিয়েছেন|এখানে তাদের যুক্তিগুলো তুলে ধরছিনা এবং বলছিনা এই যুক্তির পথটি সঠিক অন্যগুলো সঠিক নয়|আমি শুধু এটুকুই বলছি,"পথ অনেকগুলো হলেও শুধুমাত্র একটি পথই সঠিক যদিও ওই সঠিক পথের মাঝে অনেক উপপথ রয়েছে|আমাদেরকে সেই সঠিক পথটিকেই কেবল মাত্র অনুসরণ করতে হবে|"
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন