"হলুদ আলো"

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২২ আগস্ট, ২০১৩, ০৮:০৪:০৩ রাত

নামটি তার আলো হলেও

কামটা ভীষণ কালো

ভাব দেখলে মনে হয়

আলোর থেকেও ধলো|

না না সেত আলেয়া

মুখোশ পরা ধূর্ত

সত্য বলে মিথ্যা চালায়

বোঝে কেবল ভুক্ত|

নাম দিয়েছে রূপম মিয়া

নাকি হলুদ আলো

আমি বলি এরি জন্য

দেশটা ধ্বংস হল|

মরল মানুষ শত শত

থাকলো তখন চুপ

প্রতিবাদে কাটলে গাছ

দেখায় আসল রূপ|

স্বল্প টাকার মালিক ছিল

এখন কোটি পতি

কারো পিছে লাগলে সে

করেই ছাড়ে ক্ষতি|

প্রথম দিকে আলুর ব্যাবসা

জমেছিল ভালো

মুখোশ খুলে দেখলো সবাই

এযে হলুদ আলো|

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File