এই ব্লগিং সমাজের সমস্যা এবং বিচার প্রার্থণা!

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৯ আগস্ট, ২০১৩, ০৫:০৫:১৯ বিকাল

ভিশু,আহমদ মুসা,সাইদ,বাকপ্রবাস,শুভ্র কবুতরসহ কিছু ইসলামপন্থী ভাই বোনেরা এক স্থানে প্রতিদিন নিজেদের মধ্যে আলোচনার আসর বসায়|সমাজ ,রাষ্ট্র আর পৃথিবীর উপর দিয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নিজেদের মতামতগুলো একে অপরের সাথে সেয়ার করে|প্রত্যেকে যৌক্তিক আলোচনার মাধ্যমে নিজেদের চিন্তা ধারার বহিঃপ্রকাশ ঘটায়|একে অন্যের সাথে(সীমিত সংখ্যক ছাড়া)ব্যাক্তিগত পরিচয় না থাকলেও এখানে সবাই যেন অদৃশ্য এক বন্ধনে বাধা!সে বন্ধন খুবই মজবুত বলেই মনে হয়|নিজেদের সুখ-দুঃখ আর জীবেনর ওপর দিয়ে বয়ে যাওয়া নানা ঘটনা অকপটে অন্যকে জানিয়ে দেয়|অন্যায় কিছু হতে দেখলে ফুঁসে ওঠেন সকলেই|এ যেন বহু চিন্তার মিলনস্থল!

কিন্তু...!

সমাজ জীবনে যেমন আমরা বিভিন্ন প্রতিবন্ধক দেখতে পাই,

কিছু মানুষ রয়েছে যারা সমাজের মানুষদেরকে একটু সুখে থাকতে দেখলে মাথা খারাপ হয়ে যায় এখানেও কিছু সংখ্যক ব্যাক্তি রয়েছে|যাদেরকে তাড়িয়ে দিলেও আবার ঘুরে ফিরে মুখোশ পরিবর্তন করে সেখানেই হাজির|ওইতো সেদিন আমাদের এই জগতে ওদেরকে নিয়ে একটা ঘটনা ঘটলো|অবশ্য এমন ঘটনা প্রায়শই ঘটে|আমি যেহেতু নতুন তাই ওদেরকে চিনতে একটু সময় নিয়েছিলাম|এখন চিনি তবে মনসুর আহমেদ ভাই ভালো করেই চেনে এবং অন্যকে চিনিয়ে দেয়|এজন্য ওনার কাছে আমরা সকলে কৃতজ্ঞ|ঘটনাটা বলি,আকবার সাহেবের আচরণ এমন চরমে পৌছে গেল যে আমাদের এই আসরের পরিচালক তাকে চির তরের জন্য নিষিদ্ধ করলো|তার দোষ সকাল সন্ধ্যা জুলিয়া,চোথাবাজরে সাথে লইয়া অন্যের বিশ্বাসে আঘাৎ হানা|এবার স্বাধিনতা বেশ করে সেই কাজটা করে চলেছে|শুধু মাঝে মধ্যে নয় সকাল সন্ধ্যাও|আমাদের বিশ্বাস যেন ওদের প্রথম টার্গেট|আমি কবুতর,শান্তি প্রিয়|ওদের খারাপ আচারণ বিশেষত আমার বিশ্বাসের ওপর যখন আঘাৎ দেয় তখন খুপ খারাপ লাগে|ওদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চাই|আমাদের পরিচালক মোহদয়ের দৃষ্টি আকর্ষণ করছি|

আর আমার সাথিদেরকেও এবিষয়ে মতামত দিতে অনুরোধ করছি|বিষয়টা যদি আপনার পসন্দ কিংবা মতের সাথে মিলে যায় তবে আপনার প্রিয়দেরকেও আমন্ত্রণ জানিয়ে তাদেরকেও এর সাথে সম্পৃক্ত করবেন আশা করি|

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File