মিশরীয় সেনাবাহিনীর গণহত্য শুরু:বেড়েই চলেছে শহিদের মিছিল!
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৪ আগস্ট, ২০১৩, ১২:৫৪:২৬ দুপুর
মিশরের রাজপথ আবারো রক্তাক্ত হতে শুরু করেছে|ব্রাদারহুড নেতৃত্বাধীন ইসলামপন্থীদের হঠাতে তৃতীয় বারের মত অভিযান চালাচ্ছে মিশরের সেনাবাহিনী|সেনাদের বিবানগুলো আকাশ পথে হামলা চালাচ্ছে রাবেয়া স্কয়ারে অবস্থানরত বিক্ষভকারীদের ওপর|স্থল পথেও চলছে সমানে হামলা|এপর্যন্ত পাওয়া তত্তে ১২০ এর অধিক শহিদ হয়েছেন|সময়ের সাথে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে|
সকলের প্রতি অনুরোধ তাদের জন্য দোয়া করুন|||
সর্বশেষ তথ্য মতে রাবেয়া স্কয়ার ও
আল নাহাদা স্কয়ারে তিন
ঘন্টা ধরে চালানো সেনাদের
গনগত্যায় এ যাবত শহীদ ৪৫০ জন।
বিষয়: আন্তর্জাতিক
১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন