একবারো ভেবেছি ওদের ঈদ কীভাবে কাটবে?

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৭ আগস্ট, ২০১৩, ০৫:১০:৪৯ বিকাল

সকলে তার পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য কর্মস্থল ছেড়ে আপন আপন আলয়ের দিকে ছুটে চলেছে|বছরের একটি দিন পিতা মাতা,ভাই বন,সন্তান সন্ততি নিয়ে অতিবাহিত করতে সকলের মন আকুল হয়ে থাকে|চারদিকে আনন্দের হিল্লোল পড়ে যায়|সকলে এই ঈদে বাড়ি যেতে পারলেও পারছেনা কিছু লোক|শুধু মাত্র আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য তারা এই আনন্দকে বিসর্জন দিয়ে রয়ে যাচ্ছে দূর দেশে|যেখানে তার পিতা,মাতা,ভাই বোন কেউ নেই|আর কিছু ভাইয়ের ঈদ কাটবে কারাগারে চার দেয়ালের মাঝে|সন্ত্রাস,চাঁদাবাজ,চুরি,ডাকাতি এমন কোন অনাচারের সাথে তাদের সংশ্লিষ্ঠতা নেই|তাদের একটাই অপরাধ,তারা মিথ্যার নিকট মাথা নাপেতে তার প্রতিবাদ করেছে|তারা সকল মানব রচিত মতবাদকে অস্বীকার করে এই জমীনে আল্লাহর মতবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে|

একটুও ভেবেছি তাদের কথা!

২৮শে ফেব্রুয়ারীর গণহত্যায় যারা শহিদ হয়েছিল তাদের পরিবারের ঈদ কেমন কাটবে?

৫ই মে শাপলা চত্তরে যারা শহিদ হয়েছিল তাদের পরিবারের ঈদ কিভাবে অতিবাহিত হবে?

আফগান,ইরাক,শিরিয়া,মিশর,কাশ্মির,আরাকানসহ গোটা বিশ্বে নির্যাতিত আপনার স্বজাতির এবারের ঈদ কেমন যাবে?

হয়ত ভাবিনি|ভাবার সময় কোথায়!আমি বড় ব্যাস্ত আমার পরিজন আর দুনিয়া নিয়ে|

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File