জামায়াত নিষিদ্ধ হতে যাচ্ছে...! আনন্দে আত্মহারা ইনু,কবির সম্প্রদায়|তারপর কী...?

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৪ আগস্ট, ২০১৩, ০৪:৫৮:৪৯ বিকাল

নিজেদের মেধা,শ্রম অর্থ দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদী এবং ইসলাম বিদ্বেষীরা কাজ করে যাচ্ছে পৃথিবীর বহু স্থানে|যেখানে রয়েছে ইসলামপন্থী কোন আন্দোলন সেখানেই রয়েছে ইনু,কবিরদের আস্ফালন|আমাদের দেশে এই ইসলাম বিদ্বেষীরা যতবেশী জামায়াতকে ভয় পায় অন্যদেরকে কিছুতেই অতটা করেনা|এসব লীগার বুদ্ধিজীবী,সাংবাদিকদের কথা ভাবতে অবাক লাগে যারা আপ্রান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াতকে জঙ্গী,সন্ত্রাসী,চরমপন্থী দল হিসেবে প্রমাণ করতে|আজ বিডি টুডের ম্যাগাজিন পড়তে যেয়ে এরকম একজন সাংবাদিকের(যিনি কিনা যুক্তরাষ্ট্রের এক ভার্সীটির অর্থনীতির সহযোগী অধ্যাপক)লেখা দেখে চোখ আটকে গেল|পড়তে শুরু করলাম...কিন্তু বারবার মনে হচ্ছিল এখনই থেমে যাই|থামেনি এই ভেবে,তার লেখা পড়ে আমার অনুভুতিটুকু টুডের ব্লগার এবং পাঠকদের সাথে সেয়ার করবো|লিঙ্কটা দিলাম...http://www.bdtomorrow.net/newsdetail/

detail/200/40264

#উনি বুঝাতে চেয়েছেন জামায়াত একটা ইসলামী সংগঠন এবং এরা মুখোশধারী চরমপন্থী|যুক্তরাষ্ট্র জামায়াতকে আল কায়দারমত মনে নাকরে মডারেট ইসলামী দল বলে মেনে নিয়েছে,যেটা ওনার আক্ষেপের কারণ|

উনি বলতে চেয়েছেন জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মৌদূদী সকল মানব রচিত মতবাদ তথা পুজিবাদ,গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি অগ্রহণযোগ্য| একমাত্র ইসলামী মতবাদকে গ্রহণ করতে হবে|জামায়াত বড় চরপন্থী সংগঠন মাওলানার এই ত্বাত্তিক বিশ্লষণ তার কাছে অনেক বড় প্রমাণ|

বোঝাই যাচ্ছে উনি জামায়াত নিয়ে গবেষণা করেন এবং ওনাদের মত ধর্মনিরপেক্ষবাদীদের জন্য জামায়াত ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াতে পারে এই ভয়ে অতিষ্ঠ|মিশরের মুসলিম ব্রাদারহুড যেভাবে শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় সেই পদ্ধতি জামায়াত গ্রহণ করেছে|অতঃএব যারা অস্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য আর জামায়াতের উদ্দেশ্য একই|সুতরাং জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে|জামায়াত ও চরমপন্থী|তার ভাষায় মুখোশধারী|

আমি তার লেখার জবাবে এটুকু বলবো,তোমাদের মত ইসলাম বিদ্বেষীদের স্বপ্ন পূরণ হতেও পারে সাময়িকের জন্য,যেটাকে তোমারা তোমাদের বিজয় হিসেবে ধরে নিচ্ছ|কিন্তু অচিরেই তার থেকে বহুগুণ পিছিয়ে যাবে যতগুণ তোমরা ভেবেছ এগিয়েছি|

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File