"তোমরা যাদেরকে ছাগু বলে গালি দাও,রগকাটা বলে থাকো,রাজাকার বলে অপবাদ দাও,দেখতে ওই মৃত্যু পথযাত্রী কর্মীর জন্য তাদের নেতা কর্মীরা জীবন দিতেও প্রস্তুত থাকতো" (স্বার্থ এবং আদর্শের রাজনীতি)

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ৩১ জুলাই, ২০১৩, ০৯:৩৬:৫৬ সকাল

আজ ভোর এবং সকালে দুইটা মর্মস্পর্শী ঘটনা পড়ে থমকে গেলাম|সংবাদ দুইটাই আমাদের প্রধান দুই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনকে নিয়ে|দুইটার মাঝে দুইটা বিষয়ের মিল রয়েছে|আর তা হলো নিষ্ঠুরতা এবং স্বার্থপরতা!

স্বার্থের জন্য একজন তার সহকর্মীকে নিষ্ঠুর হৃদয়ে হত্যা করল!একটু কাপলোনা বুক!ভাবলোনা এ আমার সহকর্মী!

জাবি ছাত্রদলের গুলিবিদ্ধ মৃত্যু পথযাত্রী ওই কর্মীকে বিএনপির কেউ দেখতে গেলনা!একি নিষ্ঠুরতা নয়?অথচ বড় বড় লিডাররা তাদের স্বার্থ উদ্ধারের জন্যই এই যুবকদেরকে ব্যাবহার করে থাকে|তারেকেr জন্য গুলি খেল এবং সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে,অথচ যার জন্য সে নিজের জীবন দিতে বসেছে জানি সে দূর দেশে রয়েছ কিন্তু তার মা,দলীয় নেত্রীতো যেতে পারতেন একনজর দেখতে!

তোমরা যে দলটিকে ছাগু বলে গালি দাও,রগ কাটা বলো, রাজাকার বলে অপবাদ দাও ওই দলটার কর্মী যদি হতো ওই মৃত্যু পথযাত্রী,দেখতে দলীয় নেতা এবং কর্মীরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতো|

কখন কী শুনেছ এই দলটির এক কর্মী দ্বারা অন্য কর্মী হত্যা হয়েছে?

এসবের মূল,বড় দল দুটো স্বার্থ এবং ধ্বংসের রাজনীতি করে আর তথাকথিত ছাগুরা আদর্শ এবং মুক্তির রাজনীতি করে|

বিষয়: আন্তর্জাতিক

১৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File