'কোরানের বুলবুল'

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৬ জুলাই, ২০১৩, ০৯:৩১:৩৮ সকাল

আপনাদের কি মনে পড়ে সেই

কোরানের বুলবুলের কথা?

যে পৃথিবীব্যাপী ঘুরে ঘুরে কোরানের

গান শুনাত!

|||||| ||||||

এই বুলবুল আজ কয়েকটি বছর

ধরে খাচায় বন্দি|কেও আর তার সুমধুর

কণ্ঠে কোরানের গান শুনতে পারেনা|

তার গলায় ফাঁসীর দড়ি ঝুলছে!

যেকোন দিন আমাদের

শুনতে হতে পারে একটা বেদনা দায়ক

সংবাদ|

কিন্তু ওই তাগুতের শৃঙ্খল

ওনাকে আটকিয়ে রাখতে পারবেনা,পারবেনা

ইনশা আল্লাহ|

একটা কবিতা ওনার তরে...

.........................................

এদেশের কোটি প্রাণ

ভালোবাসে তার

কোরানের বুলবুল

জুড়ি নেই যার|

ভালোবেসে প্রাণ দিল

শত প্রিয়জন

চেয়ে দেখ কেঁদে ফেরে

কোটি কোটি মন|

আজ সে তাগুতের

কারাগারে বন্দি

ফাঁস দিতে সেই গলে

আটে কত ফন্দি|

কলিজার তাজা ক্ষুণ

ঢেলে দেয়া হবে

জালিমের স্বপ্ন

স্বপ্নই রবে|

আবার ওই কণ্ঠে

ভরে যাবে ময়দান

তাগুতের মসনদ

ভেঙ্গে হবে খানখান|

_____________

সকলে ওনার জন্য এই রমজানে প্রাণ খুলে দোয়া করবেন|

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File