ঘুম ভাঙ্গিয়া দেখিবে সাধের নৌকা কূল ছাড়িয়া গভীর জলে ভাসিতেছে কোন এক দস্যুর পরিচালনায়|

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২০ জুলাই, ২০১৩, ০৬:৪৫:২৩ সন্ধ্যা

আমি কোন ব্যাক্তিকে টার্গেট করে সমালোচনা তেমন একটা করিনা কিন্তু ইনু ইবলিসের চেলাটা আমার মেজাজটা গরম করে দিয়েছে|

এইটা একদিন বিটিভিতে বলেছিল তথাকথিত মৌলবাদের বিষ বৃক্ষ সমাজ থেকে উচ্ছেদ করবে!

ওতো ধারণ করে কার্ল মার্ক্সের আদর্শ,ধর্মকে যে আফিমের সাথে তুলনা করেছে|

এই বামুটার স্বপ্ন কেয়ামত পর্যন্ত পূর্ণ হবেনা সেটা নিশ্চিৎ|কারণ এদেশে বাম রাজনীতি কখন ঘাটি গাড়তে পারেনি এবং সেরকম পরিবেশ ও নেই|স্বাধীনতা পূর্বে কিছুটা প্রভাব ছিল কিন্ত বর্তমানে এক্কেবারে ঢোল|তবে ওরা ব্যাপারটা বুঝতে পেরে আওয়ামীলীগ বিএনপির ঘাড়ে চেপে বসে দেশটা ওরাই চালাচ্ছে|

ওদিকে আমরা ৯০ভাগ বলে গলা চড়িয়ে ওয়াজকারী ওলামাগণ বসে বসে কেচ্ছা কাহিনী মানুষকে এযাবৎ শুনিয়ে যাচ্ছিল,

রাজনীতি আর দেশনীতি এক্কেবারে থুক্কু থুক্কু দিয়ে|

একটু ঘুম ভাঙ্গলো হুজুরদের যখন তারা দেখলো বামেরা তাদেরকে নিষিদ্ধ করতে চাইছে,তাদের ধর্মকে অবমাননা করছে,তাদের নবী সঃ কে গালী দিচ্ছে!

জন্ম হল হেফাজতের|কিন্তু বেশিদূর যেতে পারেনি বড় ধরণের ধাক্কা খেল হুজুরদের এই সংগঠনটি|তবে হুজুরদের এখন ঠিকভাবে ঘুম যে ভাঙ্গিনি এটা নিশ্চিৎ|ওনাদের মাঝে মতভেদ তার প্রমান|ওনারা ঐক্যমতে পৌছাতে পারবেনা যতদিন কতিপয় বামপন্থি তথা ইনুদের মত ধর্মবিদ্বেষীদের দ্বারা শাসিত হতেই থাকবে এই দেশ|

"কিন্তু বড়ই উদ্বেগের বিষয় হইলো যেদিন ওনারা পুরোপুরি #ঘুম হইতে জাগিয়া উঠিবেন,উঠিয়াই দেখিবেন বড় দেরি করিয়া ফেলিয়াছি|নৌকাটা এখন কূল ছাড়িয়া দূরে বহুদূরে চলিয়া গিয়াছে|কূলে দাড়াইয়া হাহুতাশ ছাড়া সেদিন হুজুর সম্প্রদায়ের কিছুই করিবার থাকিবেনা|"

তাই বলছিলাম কী ঘুম থেকে জেগে উঠুন,আর ঘুমিয়েন না,অনেক হয়েছে,মতভেদ ভুলুন,মতভেদ চিরকাল ছিল এখনও থাকবে|নইলে আমরা যারা বারবার অনুরোধ করছি তাদেরকেও একদিন হারাবেন|

আর ওপারে যেয়ে আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাল্লাহ|

ফিরে যাই মেজাজ খারাপের ওখানে|না থাক আজ ওরে কিছু বলবনা,তাদেরকেই বললাম যারা ওদের মত খবিসদেরকে এমন কথা বলার সুযোগ দিয়েছে|

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File