গর্জে ওঠো ছাত্র সমাজ
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১২ জুলাই, ২০১৩, ০৭:৪৭:৩৩ সকাল
এই কোটা পদ্ধতি আমাদের
জাতিকে মেধাহীন করছে
এই কোটা অযোগ্যদের অবৈধ
ক্ষমতা প্রদানকারী
এই কোটা মেধাবীদের অধিকার
হরণকারী
এই কোটা একজন ছাত্রকে ধংসকারী
এই কোটা চাকরীর যোগ্য
হাজারো বেকার তৈরীকারী
এই কোটা শিক্ষা গ্রহণে মানুষের
অনিহা সৃষ্টিকারী
এই কোটা সমাজ জীবনে বৈষম্য
সৃষ্টিকারী
এই
কোটা রাজনীতিতে ফায়দা লোটার
মাধ্যম
এই কোটা মা-বাবার চোখের পানি
এই কোটা সন্ত্রাস তৈরীর মাধ্যম
এই কোটা! শুধু এই কোটা!
বাতিল করতেই হবে!করতেই হবে!
হে ছাত্রসমাজ!সময় এসেছে তোমাদের
অধিকারকে সংরক্ষণ করার...
তোমরা নেম এস ময়দানে!
ঢাবি থেকে রাবি
চবি থেকে খুবি
স্কুল থেকে কলেজ
মক্তব থেকে মাদ্রাসা
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত
টেকনাফ থেকে তেতুলিয়া
সুন্দরবন থেকে বান্দরবন
ঝাপিয়ে পড় রাজপথে,হে ছাত্র সমাজ!
তোমার অধিকার অন্য কেও
ফিরিয়ে দেবেনা,তোমাকেই
বুঝে নিতে হবে|
ছাত্র জনতার সংগ্রাম
এদেশে বরাবরই সফল
হয়েছে এবারো হবে ইনশাআল্লাহ|
বিষয়: বিবিধ
৭৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন