আওয়ামীলীগের ভুল সংসোধন প্রচেষ্টা:ভুলের সামান্য পর্যালোচনা

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৭ জুলাই, ২০১৩, ১০:২৩:০০ রাত

চার সিটি এবং সর্বশেষ

গাজীপুরে আওয়ামীলীগের

ভরাডুবির পর দলের মন্ত্রী-

এমপিরা এবং আওয়ামী সমর্থক

বুদ্ধির ঢেকীরা বলছে দলের

ভুলগুলো সুধরাতে পারলে এই করুণ

অবস্থা থেকে দলকে টেনে তোলা সম্ভ

আওয়ামীলীগ চাইলেও

ভুলগুলো কী সুধরাতে পারবে?

কতটা কঠিন

হবে যদি তারা সুধরাতে চায়?

সাধারণ জনগণ যেসব কারণে তাদের

প্রত্যাক্ষাণ করল সে ভুলগুলো আসুন

দেখি পর্যালোচনা করা যাক....

#জনগণের মাঝে তীব্র প্রভাব

বিস্তারকারী ভুলটা হলো হেফাজতে

উপর ৫মে-৬মে রাতের ভয়াবহ

অভিযান|

এটাকে মানুষ কিছুতেই

ভালোভাবে নেইনি|মানুষের

বিশ্বাসের ওপর আঘাৎ;যাকে লালন

করে মানুষ জীবন ধারণ করে,সেই

বিশ্বাস

টিকিয়ে রাখতে যেয়ে যদি জীবন

দেয়া লাগে,রক্ত

দেয়া লাগে তবে কী সেই

বিশ্বাসী মানুষগুলো সুযোগ

খুজবেনা প্রতিশোধের???

#বিরোধী দল বিশেষত জামায়াত

শিবিরের ওপর সরকারের বর্বর

নিপীড়ন এই মানুষগুলোর চোখের

সামনেই ঘটেছে|জামাত শিবিরের

নেতা কর্মীরা এই দেশেরই

সন্তান,সাধারণ মানুষগুলো কেই

তাদের ভাই,সন্তান,বাবা,মামা খালু

ইত্যাদি সম্পর্কে আবদ্ধ|তাহলে এর

একটা প্রভাব কী পড়বেনা জনতার

ওপর?

#মাওলানা সাঈদীসহ আলেম

ওলামাদেরকে ফাঁসীর দণ্ড

দেয়া জনগণ মটেও

ভালোভাবে নেইনি|তার প্রমাণ

আল্লামা সাঈদীর রায়

পরবর্তী সর্বসাধারণের

প্রতিক্রিয়া|

জামাত

নেতারা এদেশে ভেষে আসেনি,মানুষের

সমর্থন রয়েছে বলেই

তারা রাজনীতি করছে|

মানুষ এই

রায়গুলোকে ঘৃণা করেনি কী?

#পদ্মা সেতু!!!বড় সাধের

প্রত্যাশা ছিল দেশবাসীর এটি|

কোথায় সে পদ্মা সেতুর বাজেট?

কিভাবে নিল মানুষ প্রত্যাশার

মাঝে হতাশা আনার কারণে?

#হলমার্ক,গার্মেন্টস

ফ্যাক্টরী,ডেসটিনিসহ

হাজারো ব্যার্থতা দেশের জনগণ

কেমন ভাবে নিয়েছে?

আমার মনেহয় আওয়ামীলীগ সরকার

এই সমস্যাগুলোর সমাধান

করতে চাইবেনা,চাইলেও পারবেনা|

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File