জান্নাত চাই! দেখিতো জান্নাতের মালিক কী বলেন...

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৩ জুন, ২০১৩, ০১:৫৮:৩২ দুপুর

মসজীদে ৫ ওয়াক্ত নামায তাকবীর

উলার সহিত আদায় করলাম! ৪০

বছরে একদিন ও জামাত ত্যাগ

করিনাই!এমনকি এই ৪০ বছরে শুধু

একদিনই আমার তাকবীরে উলা ফউত

হয়েছে!কাজ খাওয়া ঘুম ব্যাতীত

তজবীহ হাত থেকে পড়েনা!তাহাজ্জুত

এই চল্লিশ বছরে মিস করিনাই!

মানুষকে আল্লাহর দিকে ডাকছি!

ইসলামের অন্যান্য বিধানগুলো ও

মেনে চলি!

তারপরেও কী আমাকে জান্নাত

দেয়া হবেনা???

দেখাযাক জান্নাতের মালিক

কী বলেন...

তোমরা কি মনে করেছ

যে তোমরা এমনিতেই

জান্নাতে প্রবেশ করবে?

অথচ আল্লাহ দেখবেননা তোমাদের

মধ্যে কে যীহাদ করে এবং কে ধৈর্য

ধারণ করে?

এখান থেকেই প্রমাণীত জান্নাতের

মালিক জান্নাতকে কিছু সহজ

ইবাদত করলেই দেবেননা|

এই আয়াত

অনুযায়ী আপনাকে আমাকে যীহাদ

করা লাগবে|

অনেকেই(যারা এমন কঠিন কাজ

থেকে বাঁচতে চায়)বলে এখনতো যীহাদ

ফরজ হয়নাই!!!

যখন হবে তখন করব!

আমার প্রশ্ন আপনার দেশ

কী জান্নাতের মালিকের

দেয়া সংবিধান মত পরিচালিত হয়?

যদি নাহয় তাহলে আপনি জান্নাত

লাভ করতে হলে যে বিধানগুলো পালন

করছেন সেগুলো ঠিকমত আদায়

করতে পারছেননা এবং অনেক

ক্ষেত্রে মানব রচিত আইন

আপনাকে মানতে হচ্ছে|

তাহলে আপনি জান্নাতের আশা করেন

কীভাবে???তার

আইনতো আপনি মানছেননা!

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File