ভন্ড তুমি ভন্ড আমি প্লিজ প্লিজ পড়ুন নিজের থেকে বিভেধ ভুলে ঐক্যমত গড়ুন|
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২০ জুন, ২০১৩, ০৯:৩৩:০৪ সকাল
এবলে ওর ওবলে এর
ভন্ড তুমি ভন্ড
মুসলমানের ঐক্যটাযে
হচ্ছে এভায় খন্ড|
নিজের মতটাই শ্রেষ্ঠ মত
অন্যগুলো ভুল
আম জনতা ভিড়বে কোথায়
হারিয়েছ কূল|
বোমা মেরে জীবন ঝরায়
বিভেদ এতই দৃঢ়
বিশ্বব্যাপী খাচ্ছে মার
করছে নিজের খুড়ো|
তাগুত শক্তির মহাসুযোগ
ধ্বংস করতে ইসলাম
গলায় পরি ফাঁদের দড়ি
ভুলে গিয়ে কালাম|
আলেম ওভাই পায়ে ধরি
ভাঙ্গিস নারে ঐক্য
খাচ্ছ মার খাবে আরো
কাটবেনারে দুঃখ|
পাউন্ড পাউন্ড অর্থ বিলায়
বিভেদ করার জন্য
সেই অর্থে চরের দ্বারা
দাসে হচ্ছি গন্য|
হে খোদা হে বাঁচাও মোদের
মাফ করোগো ভুল
অথৈ জলে ভাসছি দেখ
দেখাও বাঁচার কূল
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন