তোমার আশায়...
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৮ জুন, ২০১৩, ০৫:২৪:৪৭ বিকাল
কেন তুমি অশ্রু ঝরাও
জাপটে ধরে ব্যাথা?
ভুলে গেছ দীনের সাথি
বিদায় বেলার কথা?
তোমার সাথে দেখা হবে
জগৎ ছাড়ার পর
ওপথ ধরেই লাগাম চালাও
পেয়োনা-তো ডর|
একটু কষ্ট একটু ক্লান্তি
একটু দুঃখের আবেশ
মহাশান্তি ডাকছে তোমায়
নেইতো যার শেষ|
আমার সাথি তারিক মালিক
নোমান রাহাত ভাই
এমন সুখের জীবন বন্ধু
পৃথিবীতে নাই|
কেঁদনা হে বীর মুজাহীদ
তোমার আশায় আছি
ভুল করনা পথ হারিয়ে
হাসতে সুখের হাসি|||
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন