সে আশায় গুড়ে বালি
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১০ জুন, ২০১৩, ১০:১৮:২৯ রাত
আমাদের সেনাবাহিনী নিয়ে বিরধী দলীয় নেত্রী মাঝে মধ্যে তাদের থেকে দেশের এই ক্লান্তিলগ্নে ভূমিকা পালন করার কথা বলে থাকেন|কিন্তু বাস্তবে আমাদের সেনাবাহিনী সেব্যাপারে কতটা আগ্রহী!!!
আমার মনে হয় সেনাবাহিনী যদি মাঠে নামে সেটা একমাত্র আওয়ামীলীগের পক্ষেই নামবে,জনগনের পক্ষে নয়|
কারণ হল,সেনাবাহিনীর মধ্যে অফিসার লেবেলে এখন আর আওয়ামীল পন্থী ছাড়া নিরপেক্ষ বা বিএনপি পন্থি কিংবা ইসলামপন্থীদের কোন অস্তিত্ব নেই|
পিলখানায় যেসব অফিসার নিহত হয়েছিল তারা আমার যানা মতে আওয়ামী বিরধী ছিলেন|
ক্ষমতায় এসে জামাতপন্থীদের চাকরি সরাসরি খেয়ে ফেলেছে|
কিছুদিন পর একটা অভ্যুত্থানের নাটক সাজান হল|অবশিষ্ট ইসলামপন্থীদেরকেও বিদায় করা হল|
আপনারা নিশ্চয় আবু তাহের বেলালের লেখা গান শুনে থাকবেন!
উনি আমার মামা সম্পর্কের হন|ওনার মেজ ভাই মেজর জহরুল|আগের ঘটনা হলেও হঠাৎ আজ শুনলাম ওনাকেও বিতাড়িত করা হয়েছে|কেজ দেয়া হয়েছে কোটি কোটি টাকা আত্মসাতের|তিনি এখন পলাতক|
এভাবেই সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সকল ক্ষেত্র নিজেদের বলয়ে গড়ে তুলেছে এই সরকার|
আওমীলীগ সকল দিকটার ছিদ্র ভালোকরে এটেই ২১ সালের মহান উদ্দেশ্যে নদীতে নৌকা vaসিয়েছে|সুতরাং ওই আশায় গুড়ে বালি!!!
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন