যদি তোমরা মুমিন হও

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৭ জুন, ২০১৩, ০১:০৯:৪৯ রাত

আজকের তরুণ সমাজ নির্ধারণ করবে আগামীর পৃথিবী কিভাবে পরিচালিত হবে|

তেমনি আমাদের এই ক্ষুদ্র দেশটার পরিচালন নীতি সময়ে সময়ে তরুণরাই ঠিক করেছে|

৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি সকল মুক্তির সংগ্রামে সমাজের তরুণ সমাজই নেতৃত্ব দিয়েছে|

গর্বের কথা হল,আমাদের তরুণরা সৃষ্ট সকল আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছে|আমরা দেশ হিসেবে স্বাধীন হলাম এই তারুণ্যের রক্তের উপর ভর করেই|সৈরাচার পতনে নূর হোসেনের "সৈরাচার পতন যাক,গণতন্ত্র মুক্তি পাক"বুকে ধারণ করে জীবন বিলীয়ে দেয়া জ্বলন্ত তারুণ্যের অনন্য উদাহরণ হয়ে রয়েছে|

দেশটা এখন চরম অনিশ্চয়তার মুখোমুখি!!!

চলছে মানুষের স্বাধীকারকে হরণ করার চূড়ান্ত মহাড়া|একদিকে ধর্মবিদ্বেষীরা তাদের মতবাদকে ধর্মভীরুদের উপর চাপিয়ে দিতে রাষ্ট্র ক্ষমতা চিরস্থায়ীভাবে কুক্ষিগত করতে সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে অপরদিকে তারা রাষ্ট্রকে আন্তর্জাতীক,আঞ্চলিক সাম্প্রাজ্যবাদীদের কাছে বিকিয়ে দিচ্ছে|৯০ভাগ মুসলমানের রাষ্ট্রে মুসলমানদেরই ধর্ম বিশ্বাসের উপর চরমতম আঘাৎ হানছে এবং তার প্রতিবাদ করায় মুসলমানদের রক্তে আজ বাংলার জমীন রঞ্জিত|চলছে চূড়ান্ত চক্রান্ত,যাতে এদেশ থেক ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামরত আন্দোলনের নাম নিশানা মুছে যায়|এদেশের ইসলামী আন্দোলন তখনই সাম্রাজ্যবাদীদের "দমন করা প্রয়োজন" এমনভাবে নজরে আসে যখনই এদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠনটি রাষ্ট্র ক্ষমতায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হয় এবং দেখিয়ে দেয় সততার নমুনা|

একেএকে তাদের উপর নির্যাতনের খড়গহস্ত নেমে আসতে থাকে|যার তীব্রতা অত্যন্ত তীব্র হলেও একথা সত্য যে তাদেরকে দমন করা সম্ভব হইনি|গত কয়েক বছরে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত কয়েকশ নেতা কর্মীকে জীবন দিতে দেখিছি|হাজার হাজার কর্মী পঙ্গুত্ব বরণ করেছে|হাজার হাজার গ্রেফতার হচ্ছে,জেল খাটছে| নামলেই নিশ্চিৎ মৃত্যু কিংবা গুলি অথবা গ্রেফতার জেনেও তাদের সংগ্রাম অব্যাহত রয়েছে|

এখানেও সেই তারুণ্য!!!

যারা কিনা এদেশের সকল মুক্তি আন্দোলনের সফলতার কারিগর এবং তারা প্রত্যেক বারেই সফল|

তাহলে কী ধরেনেব এই তারুণ্যের আন্দোলন ও সফল হবে?

আমরা এমনটা আশা করতেই পারি|যুক্তি আছে তার পিছনে অকাট্য|আমরা নূর হোসেনের মত মরণজয়ীদেরকে দেখেছি যারা তারমত*সাঈদীকে মেরণা আমাকে মার*বুকে লিখে রাজপথে নামছে|নিজেদের সকল আরাম আয়েশকে অকাতরে বিলীয়ে দিচ্ছে|

পৃথিবী সৃষ্টির অদ্যাবধী কাল থেকে আজ পর্যন্ত ইতিহাস পর্যালচনা করলে এটাই প্রমাণিত হয়|এদেরকে কিছুতেই দমানো সম্ভব নয়|এদের বিজয় হবেই হবে একথা বলায় দ্বিধা থাকেনা শুধু মাত্র একটি দাবি পূর্ণ হলেই|এটার ও প্রোয়জন হতনা যদি এটি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম না হয়ে নিছক জাগতিক কোন আন্দোলন হতো|

আর সেই দাবি হল,"যদি তোমরা মুমিন হও|"

তবে আমি মনে করি তারা হয়তবা অনেকটাই সেদাবি পূর্ণ করতে পেরেছে কিংবা করতে সচেষ্ট|

পরিশেষে দোয়া করি তারা যেন এই দাবিকে পূর্ণ করে সফলতার চূড়ান্ত মানজীলে খুব দ্রুততার সাথে পৌছাতে পারে|||

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File